জেলা 

অমিত শাহ শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়ে দেখাও। তোমাকে যদি হারিয়ে বাড়ি পাঠাতে না পারি তাহলে রাজনীতি ছেড়ে বেরিয়ে যাব বিজেপি সভাপতিকে প্রকাশ্য সভায় চ্যালেঞ্জ জানালেন তৃণমূল সাংসদ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : “আমি শুনতে পাই পশ্চিমবঙ্গের কোনও লোকসভা কেন্দ্র থেকে দাঁড়াবে। এই মঞ্চ থেকে আহ্বান জানিয়ে যাই হিম্মত থাকে তো অমিত শাহ শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়ে দেখাও। তোমাকে যদি হারিয়ে বাড়ি পাঠাতে না পারি তাহলে রাজনীতি ছেড়ে বেরিয়ে যাব।” ১৯ জানুয়ারি ব্রিগেড সমাবেশ   সফল করার লক্ষ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে শাসক তৃণমূল দলের পক্ষ থেকে সভা সমাবেশ করা হচ্ছে । সেই সভার অংশ হিসেবে শনিবার  হুগলি মশাটের এক সভায় বিজেপি সভাপতি অমিত শাহকে কটাক্ষকে এই মন্তব্য করেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় । এই সভায়কল্যাণ বন্দোপাধ্যায় ছাড়াও সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী অসীমা পাত্র, মন্ত্রী ও তৃণমূলের হুগলি জেলার সভাপতি তপন দাশগুপ্ত, উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষালসহ জেলার অন্য নেতৃত্বরা।

শনিবারের সভায় বক্তব্য রাখতে গিয়ে কল্যাণবাবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হিটলার, মহম্মদ বিন তুঘলকের সঙ্গে তুলনা করে বলেন, “ভারতের চৌকিদার এখন ললিত মোদিদের চৌকিদার হয়ে গেছে।”

Advertisement

এই এলাকায় কিছুদিন আগেই সভা করেছিলেন লকেট চট্টোপাধ্যায়, জয় ব্যানার্জি ও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সভাতে দিলীপ ঘোষ সিবিআই প্রসঙ্গে বলেছিলেন, “ভয় পেয়েছে দিদিভাই, নো এন্ট্রি সিবিআই।” গতকালের তৃণমূলের এই সভা বিজেপি-র পালটা সভা বলেই মনে করছে রাজনৈতিক মহল।

নোটবাতিল প্রসঙ্গ টেনে এনে শ্রীরামপুরের সাংসদ বলেন, “আমরা ছোটোবেলায় মহম্মদ বিন তুঘলকের কথা পড়েছি। আমরা ছোটোবেলায় হিটলারের কথা পড়েছি। আর আমাদের পার্লামেন্টের মধ্যে প্রতিদিন সেই বিন তুঘলককে দেখতে হয়। সেই হিটলারকে দেখতে হয়। যার নাম নরেন্দ্র মোদি।”

 

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

18 + 17 =