দেশ স্বাস্থ্য 

ডায়াবেটিস রোগীদের জন্য সুখবর খুব শীঘ্রই বাজারে আসছে ইনসুলিনের ওরাল স্প্রে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক  : ডায়াবেটিস রোগীদের জন্য সুখবর। যারা টাইপ এক ডায়াবেটিসের শিকার তাদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখার জন্য ইনসুলিন নিতে হয় আর এই ইনসুলিন নিতে হয় ইনজেকশন এর মাধ্যমে। এবার হায়দ্রাবাদের এক ওষুধ ওষুধ প্রস্তুত কারক সংস্থা নিডলফ্রি টেকনোলজিস ওজ়ুলিন নামে ইনসুলিনের ওরাল স্প্রে বাজারে আনতে চলেছে।

এ বার থেকে আর ইনসুলিন নিতে হলে আর যন্ত্রণা সহ্য করতে হবে না, মুখে স্প্রে করেই ইনসুলিনের ডোজ় নিতে পারবেন ডায়াবেটিকরা। ওষুধ প্রস্তুতকারী সংস্থার তরফে জানানো হয়, দু’তিন বছরের মধ্যেই বাজারে এসে যাবে এই ওরাল স্প্রে ইনসুলিন। সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা কে কটেশ্বরা রাও জানিয়েছেন, এই ওষুধের ছাড়পত্রের জন্য সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজ়েশনের কাছে আবেদন করা হয়েছে। ছাড়পত্র পেলেই মানব শরীরে ট্রায়াল শুরু করবে সংস্থা।

Advertisement

অনেক মধুমেহ রোগীদের দিনে তিন থেকে চার বার ইনসুলিন নিতে হয় এবং সুচের যন্ত্রণা সহ্য করতে হয়। ওরাল স্প্রে ইনসুলিন বাজারে এলে অনেকেই এই রোজের যন্ত্রণা থেকে রেহাই পাবেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ