কলকাতা 

আইনি চিঠির পাল্টা প্রতিক্রিয়ায় কৈলাশ বিজয়বর্গীয় অভিষেককে জেলে পাঠানোর হুঁশিয়ারি

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদক : যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিরূপ মন্তব্য করার পর, তৃণমূলের পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারির পরও নিজের বক্তব্য থেকে একটু সরে আসতে রাজি নন  বিজেপির রাজ্য পর্যবেক্ষেক কৈলাশ বিজয়বর্গীয়। বরং একধাপ চড়িয়ে কৈলাশ বিজয়বর্গীয়  কার্যত তৃণমূলের যুব সভাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোর বলে কটাক্ষ করলেন।

অভিষেকের পাঠানো আইনি চিঠির প্রেক্ষিতে কৈলাশ বিজয়বর্গীয় সাংবাদিকদের বলেন ,আমি চোরেদের ভয় পাই না। আমি তাই ক্ষমাও চাইব না। সবাই জানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী করছেন। আর তিনি যা করছেন, খুব তাড়াতাড়িই তিনি জেলে যাবেন।
উল্লেখ্য, শান্তিপুরে গিয়ে বিষমদকাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন কৈলাশ বিজয়বর্গীয়। তিনি বলেন, সরকারি মদ বিক্রির টাকা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। আর বেআইনি মদ বিক্রির টাকা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। তাই শান্তিপুরে বিষমদে মৃত্যুর দায় নিতে হবে তাঁদেরই।

Advertisement

এরপরই কৈলাশ বিজয়বর্গীয়র আনা অভিযোগের ভিত্তিতে  তাঁকে আইনি চিঠি পাঠান অভিষেক । তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, অভিষেকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে হবে। এরপরই বিনা শর্তে ক্ষমা না চাইলে মানহানির মামলা করার কথা বলা হয়। আইনি চিঠি দেওয়া হয় বিজয়বর্গীয়কে।


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

twenty + 17 =