গানে কথায় কবিতায় উদযাপিত শারদ মিলন
সংবাদদাতা, বাংলার জনরব: ‘একমাত্র সাহিত্য সংস্কৃতিই পারে জাতিধর্ম নির্বিশেষে সমন্বয় সাধন করতে। সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আমাদের আজকের এই শারদ সম্মেলনের আয়োজন।’ কথাগুলি বলেন গত ২৯ অক্টোবর ২০২৩ সন্ধ্যায় পশ্চিমবাংলার জনপ্রিয় নিউজ পোর্টাল বাংলার জনরবের আন্তর্জাতিক ভার্চুয়াল শারদ সম্মেলন অনুষ্ঠানে স্বাগত ভাষণে পোর্টালের সম্মানীয় সম্পাদক সেখ ইবাদুল ইসলাম। বাংলার জনরব নিউজ পোর্টালের সাহিত্য বিভাগ বিগত বছরের মতো এদিন গানে কবিতায় কথায় শারদ সম্মেলন আয়োজন করে। সম্মেলনে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন সংগীত শিল্পী গীতিকার সুরকার মনিরুজ জামান, বিশিষ্ট তবলা বাদক সাহিত্যিক সামসুজ জামান, সংগীত শিল্পী রোজিনা বেগম, এই সময়ের স্বনামধন্য কবি বন্দনা মালিক এবং মুর্শিদাবাদ ‘সমাজবার্তা’ সংবাদপত্রের সম্পাদক মোহাম্মদ মোস্তফা।
বাংলার জনরবের সাহিত্য সম্পাদক তথা বিশিষ্ট কথাসাহিত্যিক সেখ আব্দুল মান্নানের সঞ্চালনায় এদিন অনুষ্ঠানের শুভ সূচনায় দুটি সংগীত পরিবেশন করে দর্শক শ্রোতাদের মুগ্ধ করে দেন আকাশবাণীর বিভিন্ন বিভাগের প্রিয় শিল্পী রোজিনা বেগম। তিনি প্রথমে পরিবেশন করেন কালজয়ী নজরুল গীতি ‘ খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে’ এবং পরে ‘আমি বনফুল গো ছন্দে ছন্দে দুলি আনন্দে’ বহুশ্রুত গানটি । রোজিনা দ্বিতীয় পর্বে পরিবেশন করেন আরো দুখানি ভিন্ন স্বাদের গানে। যার মধ্যে এক সময় শ্রোতাদের মুখে মুখে ঘুরে ফেরা গান ‘ নিঝুম সন্ধ্যা পান্থ পাখিরা বুঝিবা পথ ভুলে যায়’ গানটি।
এদিন অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল বর্ষীয়ান শিল্পী মনিরুজ জামানের কন্ঠে পরিবেশিত গান। তাল লয় ছন্দে মন মাতানো তিনি প্রথম পরিবেশন করেন উৎসবের গান ‘ কনক চাঁপা ধান আহা চম্পাবরণ ধান ‘। পরে পরিবেশন করেন কাজী নজরুল ইসলামের একটি অপ্রচলিত গান ‘আমি গাই দূর থেকে শুনবে তুমি গান’। গানটি পরিবেশনের আগে তিনি বলেন এই বঙ্গে সম্ভবত এর আগে কোনো শিল্পীর কন্ঠে এই গানটি শোনা যায়নি। প্রসঙ্গত তিনি বাংলার জনরবের আয়োজিত এহেন অনুষ্ঠানের ভূয়োশি প্রশংসা করে আগামিতে একটি সম্পূর্ণ ভক্তিগীতির অনুষ্ঠান আয়োজন করার প্রস্তাব দেন বাংলার জনরবের উদ্যোক্তাদের।
সঞ্চালকের কথায় জানা যায় শিল্পী মনিরুজ জামান, শিল্পী রোজিনা বেগম এবং তবলিয়া সামসুজ জামান একই পরিবারের সদস্য । এমনকি তাঁরা সহদর সহদরা।
এ প্রসঙ্গে সেখ ইবাদুল ইসলাম সন্তোষ প্রকাশ করে বলেন এই সময়ে একটি মুসলিম পরিবারে তিনজন সদস্যের সংগীত চর্চা করা একটি ইতিবাচক দিক। সঞ্চালক সেখ আব্দুল মান্নান আশা পোষণ করে বলেন বাংলার জনরবের আজকের অনুষ্ঠান এই বাংলায় রুচিশীল অন্যান্য মুসলিম পরিবারকে অবশ্যই অনুপ্রেরণা যোগাবে নতুন প্রজন্মদের সংগীত চর্চায়।
এদিনের শারদ সম্মেলনের অনুষ্ঠানে আর একটি আকর্ষণীয় দিক ছিল একগুচ্ছ স্বরচিত কবিতা পাঠ। পরপর ভিন্ন আঙ্গিকের চারটি কবিতা পরিবেশনে করে অনুষ্ঠানকে অন্যমাত্রায় পৌঁছে দেন অতিথি কবি বন্দনা মালিক। তাঁর পরিবেশিত ‘ ত্রান তহবিল ‘, ‘ উপেক্ষিতা ঊর্মিলা’ এবং ‘ অন্নদাতা মা’ কবিতা তিনটি শ্রোতাদের মনকে ছুঁয়ে যায়।
উপরোক্ত দুই শিল্পীর গানে তবলায় চমকপ্রদ সঙ্গত করার পাশাপাশি কবি সামসুজ জামানও অনুষ্ঠানের সাথে সাজুয্য রেখে পরিবেশন করেন একখানি পুজোর গীতি কবিতা ‘পুজোর গান’।
সঞ্চালক সেখ আব্দুল মান্নানও পরিবেশন করেন দুটি অর্থবহ কবিতা। তিনি প্রথমে পরিবেশন করেন দেবী দুর্গাকে উদ্দেশ্য করে লেখা ‘তুমি আসবে’ এবং পরে ‘ এসো কবিতা হই’ কবিতা।
উল্লেখ্য ‘সমাজ বার্তা’ পত্রিকার সম্পাদক তথা এদিন অনুষ্ঠানের আমন্ত্রীত অতিথি মোহাম্মদ মোস্তফা নেটের সমস্যার জন্য তিনি আলোচনায় অংশ নিতে ব্যর্থ হন।
বাংলার জনরবের এদিনের ব্যতিক্রমী শারদ সম্মেলন অনেকদিন শ্রোতাদের যে মনে থাকবে তা হলফ করে বলা যায়। ওই অনুষ্ঠানের লিংকটি শেয়ার করা হলো আগ্রহীরা লিংকে ক্লিক করে পুরো অনুষ্ঠানটা দেখতে পারেন।