দেশ 

বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে ছুরিকাহত হলেন বিআরএস সাংসদ প্রভাকর রেড্ডি

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে ছুরিকাহত আহত হলেন ভারত রাষ্ট্র সমিতি বা বিআরএস এর সাংসদ প্রভাকর রেড্ডি। আজ সোমবার দুপুরে সিদ্দিপেট জেলার দুব্বক বিধানসভা কেন্দ্রের প্রচার করার সময় এক ব্যক্তির ছুরি নিয়ে তাঁর উপর হামলা চালায়।

ভারত রাষ্ট্র সমিতির সূত্রের খবর, ছুরি হামলা করার কারণে যখন সাংসদ প্রভাকর রেড্ডি। তাকে নিকটবর্তী গজ়ওয়েল শহরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার জেরে এলাকায় তৈরি হয়েছে উত্তেজনা। প্রসঙ্গত, আগামী ৩০ নভেম্বর এক দফায় তেলঙ্গানার ১১৯টি বিধানসভা আসনে ভোট হবে। গণনা আগামী ৩ ডিসেম্বর— মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগঢ়, মিজোরামের সঙ্গেই। তেলঙ্গানায় মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (কেসিআর)-এর দল ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস), বিজেপি এবং কংগ্রেসের মধ্যে ত্রিমুখী লড়াই হতে চলেছে।

Advertisement

বিআরএস প্রধানকে চন্দ্রশেখর রাও (কেসিআর)-এর ঘনিষ্ঠ বৃত্তের নেতা হিসেবে পরিচিত প্রভাকর।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ