কৃষ্ণনগরের সাংসদদের আবেদনকে খারিজ করে মহুয়া মৈত্রকে ২ নভেম্বর তলব করল এথিক্স কমিটি
বাংলার জনরব ডেস্ক : অর্থ ও উপহারের বিনিময়ে সংসদে প্রশ্ন করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এ নিয়ে লোকসভার এথিক্স কমিটি আগামী ৩১ শে অক্টোবর তলব করেছিল সাংসদকে। কিন্তু সাংসদ মহুয়া মৈত্র শুক্রবারে চিঠি দিয়ে এথিক্স কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকারকে জানিয়েছিলেন তিনি ৩১ শে অক্টোবর উপস্থিত থাকতে পারবেন না, কারণ তার নির্ধারিত কিছু কর্মসূচি রয়েছে। শুধু তাই নয় চৌঠা নভেম্বর পর্যন্ত তিনি কোথাও যেতে পারবেন না। তবে ৫ ই নভেম্বরের পর তিনি যেতে পারবেন।
কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের এই চিঠি পাওয়ার পর আজ শনিবার পাল্টা চিঠি দিয়ে এথিক্স কমিটির চেয়ারম্যান বলেছেন আগামী দুসরা নভেম্বর তাকে কমিটির সামনে উপস্থিত হতেই হবে। অর্থাৎ পাঁচই নভেম্বর পর্যন্ত সময় দেওয়া এথিক্স কমিটির পক্ষে সম্ভব নয় বলে কার্যত জানিয়ে দিল কমিটি। আগামী দুসরা নভেম্বর সকাল ১১ টায় মহুয়া কে সংসদের এথিক্স কমিটির নির্দিষ্ট ঘরে হাজিরা দিতে হবে বলে, সংবাদ সংস্থা সূত্রে খবর।
এ বিষয়ে সংবাদ মাধ্যমকে মহুয়া বলেন, ‘‘আমি এখনও হাতে তলবের চিঠি পাইনি। তবে আমি তো এথিক্স কমিটিকে আগেই চিঠি দিয়ে জানিয়েছি, ৫ তারিখ পর্যন্ত আমার পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয়। তার পরে আমাকে ডাকা হোক।’’
Cash-for-query case: Lok Sabha Ethics Committee asks TMC MP Mahua Moitra to appear before the Committee on November 2. pic.twitter.com/dMNxazUYYU
— ANI (@ANI) October 28, 2023
এখন প্রশ্ন দেখা দিয়েছে তলবের চিঠি পাওয়ার পর মহুয়া মৈত্র কি অবস্থান নেন? তবে চিঠি পাওয়ার পরে মহুয়া মৈত্রের উচিত এথিক্স কমিটির মুখোমুখি হওয়া না হলে বিষয়টি নিয়ে বিজেপি দল রাজনৈতিক ভাবে অনেকটাই এগিয়ে যাবে!