স্বামী প্রণবানন্দ ভাব প্রচার পরিষদের উদ্যোগে মাতৃ জাগরণ ও বিজয়া সম্মেলন
সুপ্রকাশ চক্রবর্তী : স্বামী প্রণবানন্দ ভাবপ্রচার পরিষদের উদ্যোগে বাঁকুড়া জেলার কোতুলপুর ব্লকের বাগরোল ষোলোয়ানা গ্রামে মা দূর্বাসিনী ও কাশিনাথ দেবের মন্দির এলাকায় বিজয়া দশমী উপলক্ষ্যে মাতৃ জাগরণ ও বস্ত্র বিতরনী সভার আয়োজন করা হয়। ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজী মহারাজের মহাভাবকে পাথেয় করে এই প্রত্যন্ত গ্রামে মায়েদের মধ্যে মাতৃত্ব ভাবের জাগরণ ও ২০০ জন দুঃস্থ মায়েদের হাতে বস্ত্র, আলতা, সিঁদুর এবং বিজয়ার মিষ্টি তুলে দেওয়া হয় ৷
এছাড়া স্থানীয় ৪০ জন বিশিষ্ট গুণীজনের হাতে স্বামী প্রণবানন্দজী মহারাজের প্রতিকৃতি তুলে দেওয়া হয় ৷ অনুষ্ঠানে স্বামী প্রণবানন্দ ভাব প্রচার পরিষদের কর্মকর্তাদের সাথে খাতড়া আশ্রমের সন্নাসী স্বামী জিতেন্দ্রিয়ানন্দ ও রানীবাঁদ আশ্রমের সন্নাসী স্বামী জগদানন্দজী, স্থানীয় কোতুলপুর গ্রাম পঞ্চায়েত প্রধান প্রিয়া কৈর্বত্য ঘোষাল সহ বহু বিশিষ্ট মানুষ উপস্থিত ছিলেন৷