ফিলিস্তিনবাসীদের জন্য মানবিক সাহায্য পাঠালো ভারত
বাংলার জনরব ডেস্ক : ফিলিস্তিনের যুদ্ধ বিধ্বস্ত গাজা ভূখণ্ডের বাসিন্দাদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য ভারত সরকার ৩৮ টন ত্রাণ সামগ্রী পাঠালো। মিশরের রাফা সীমান্ত দিয়ে এই ত্রাণ সামগ্রী গাজা ভূখণ্ডে পৌঁছে দেয়া হবে।ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে একাধিক জীবনদায়ী ওষুধ, অস্ত্রোপচার করার সামগ্রী, তাঁবু খাটাবার ত্রিপল, জল পরিশোধক ট্যাবলেট ইত্যাদি।
বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বায়ুসেনার সি-১৭ বিমানে সাড়ে ছ’টন চিকিৎসা সামগ্রী এবং ৩২ টন বিপর্যয় মোকাবিলার সামগ্রী পাঠানো হয়েছে। প্রথমে বায়ুসেনার বিমানটি মিশরের এল-আইরিশ বিমানবন্দরে নামবে। তার পর সড়কপথে রাফা সীমান্ত হয়ে পৌঁছবে গাজ়ায়। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী এক্স হ্যান্ডলে ত্রাণসামগ্রী বিমানে তোলার ছবি পোস্ট করে লেখেন, “ফিলিস্তিনবাসিকে মানবিক সাহায্য পাঠাচ্ছে ভারত।”
শনিবারই মিশর এবং গাজ়ার মধ্যে থাকা রাফা সীমান্ত খুলে দেওয়া হয়। শনিবার ত্রাণ নিয়ে ট্রাকের সারি মিশর থেকে যুদ্ধবিদীর্ণ গাজ়ায় পৌঁছেছে। মিশরের সরকারি সংবাদমাধ্যমে দেখানো একটি ভিডিয়োয় ত্রাণভর্তি ট্রাকের সারি দেখা যায়।