আন্তর্জাতিক 

ফিলিস্তিন সমস্যার সমাধানে পশ্চিমা দেশ গুলি দ্বিচারিতা করছে, সৌদি আরবের নেতৃত্বেই মুসলিম দেশগুলো ফিলিস্তিন বিষয়ে ঐক্যবদ্ধ হতে পারে : ইব্রাহিম আনোয়ার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরবের ভূমিকার প্রশংসা করেছেন মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সম্প্রতি সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত আসিয়ান দেশসমূহের সম্মেলনে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেছিলেন ফিলিস্তিনি জনতার স্বাধীনতা এবং সার্বভৌমিকতাকে আমাদের সকলকে মানতে হবে। অবিলম্বে ইসরাইলকে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন ক্রাউন প্রিন্স মুহাম্মদ সালমান।

এ নিয়েই আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন,ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরব যখন নেতৃত্ব দেয়, তখন তার প্রভাব হয় শক্তিশালী।

Advertisement

গাজায় ইসরাইলি হামলার বিষয়ে উপযুক্ত ও সময়োপযোগী অবস্থান নেওয়ার জন্য ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে ধন্যবাদ জানান তিনি। নিন্দা জানান আন্তর্জাতিক রাজনীতির।

শুক্রবার উপসাগরীয় দেশগুলোর সংগঠন জিসিসি-আসিয়ান সামিটের উদ্বোধনী অনুষ্ঠানের এক ফাঁকে আরব নিউজকে সাক্ষাৎকারে এসব কথা বলেন আনোয়ার ইব্রাহিম।

তিনি গাজা পরিস্থিতিকে উন্মাদনা বলে এর নিন্দা জানান। সতর্ক করেন বিশ্বনেতাদের। বলেন, পশ্চিমা নেতাদের ভিরুতার বিষয়ে বিশ্ব অন্ধ হয়ে যায়নি। তারা ইউক্রেনে রাশিয়ার হামলা নিয়ে যেমন তৎপর, তেমনি গাজা ইস্যুতে ইসরাইলি আগ্রাসনের নিন্দা পর্যন্ত প্রকাশ করতে ব্যর্থ। একে তিনি আন্তর্জাতিক রাজনীতিতে বিরোধপূর্ণ অবস্থান বলে বর্ণনা করেন।

ইউক্রেন রাশিয়ার যুদ্ধের ক্ষেত্রে আমেরিকা সহ পশ্চিমাদেশগুলির ভূমিকা আর ফিলিস্তিন জনতার প্রতি পশ্চিমা দেশগুলির দৃষ্টিভঙ্গিকে তিনি পক্ষপাত মূলক বলে অভিহিত করেছেন। এই বিরোধপূর্ণ রাজনীতিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দ্বিচারিতা বলে বর্ণনা করেছেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ