ষষ্ঠীর রাতে ঠাকুর দেখতে গিয়ে ধারালো ছুরি দিয়ে স্বামীর গলা কাটার চেষ্টা, গ্রেফতার স্ত্রী
বাংলার জনরব ডেস্ক : চলন্ত বাইকে পেছনে বসে স্বামীর গলায় ছুরি চালিয়ে হত্যা করার চেষ্টা স্ত্রীর। স্ত্রীর ধারালো অস্ত্রের ঘায়ে রক্তাক্ত স্বামী রাস্তায় পড়ে যায়। আর ভয় পেয়ে শিশুসন্তানকে কোলে নিয়ে স্ত্রী পালিয়ে যাওয়ার চেষ্টা করে শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়ে যায় ওই মহিলা। ঘটনাটি ঘটেছে,নদিয়ার তেহট্ট থানার বেতাই সাধুবাজার বেতাই পলাশি রাজ্য সড়কের পরিত্যক্ত হাসপাতালে সামনে তীব্র চাঞ্চল্য।
ঘটনার বিবরণে জানা যাচ্ছে ষষ্ঠীর রাতে ঠাকুর দেখে ফেরার সময় পথচলতি মানুষ দেখতে পান রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তি পড়ে আছেন। তাঁরা প্রথমে ভেবেছেন দুর্ঘটনা ঘটেছে। কিছুটা দূরে ছিল পুলিশের টহলদারি গাড়ি। সকলেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয়। তাঁরা দেখেন গলার নলিকাটা অবস্থায় পড়ে রয়েছেন একজন। সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে।
জানা গিয়েছে, জখম ব্যক্তির নাম সুকান্ত পাল। স্ত্রী সন্ধ্যা পাল এবং একরত্তি সন্তানকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন তিনি। অভিযোগ, বাইকে চড়ে ঠাকুর দেখার সময় স্ত্রী গলার নলি কেটে খুন করার চেষ্টা করে তাঁকে। রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তি পড়ে যাওয়ার পর ঘটনাস্থল থেকে কোলে ছোট সন্তান নিয়ে পালানোর চেষ্টা করে সন্ধ্যা। সেই সময় পুলিশ তাঁকে ধরে ফেলে। ওই ব্যক্তিকে উদ্ধার করে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তেহট্ট থানার পুলিশ জখম ব্যক্তির স্ত্রীকে গ্রেফতার করেছে।