দীর্ঘ অসুস্থতার পর কনসার্টে গান গাইতে এসে ইসরাইলের নৃশংসতার তীব্র নিন্দা করে বিশ্ববাসীকে মোমবাতি মিছিলের ডাক দিলেন মার্কিন পপ গায়িকা ম্যাডোনা
বাংলার জনরব ডেস্ক : ইসরাইলি নৃশংসতার তীব্র নিন্দা করলেন মার্কিন পপ গায়িকা ম্যাডোনা। লন্ডনে এক কনসার্টে গান গাইতে গাইতে হঠাৎই গান থামিয়ে দিয়ে ইসরাইলের বোমার আঘাতে ফিলিস্তিনি জনতার দুঃখ যন্ত্রণা নিয়ে সরব হলেন এই পপ গায়িকা।
লন্ডনের ও২ এরিনায় গান গাওয়ার ফাঁকে তিনি বলে ওঠেন, “এই মুহূর্তে ইসরায়েল (Israel) ও ফিলিস্তিনের (Palestine) মধ্যে যা হচ্ছে তা খুবই দুঃখের। সোশ্যাল মিডিয়া খুললেই যা বীভৎস ছবি দেখছি বমি পেয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছি শিশুদের অপহরণ করে নিয়ে চলে যাচ্ছে। মোটরসাইকেল থেকে টেনে হিঁচড়ে নামিয়ে দিচ্ছে। বাচ্চাদের পণবন্দি করছে। তাদের গুলি করে মারছে। একজন মানুষ আর একজন মানুষের প্রতি কী করে এত নিষ্ঠুর হতে পারে এটা ভাবলেই আমার ভয় করছে।”
এরপরই তাঁর ভক্ত দর্শকদের উদ্দেশে বলেন, “আমরা সবাই মোমবাতি। আমরা সবাই পৃথিবীতে আলো আনতে পারি। আমরা যদি পর্যাপ্ত আলো জ্বালাতে পারি তাহলে উদারতা ও একতা বাড়বে। কোনও রাজনীতিবিদ, কোনও আইন, কোনও নিষেধাজ্ঞা কোনও ভূমিকে কেড়ে নিতে পারে না। আমরা নিজেরাই সচেতন হয়ে পৃথিবীকে পরিবর্তন করতে পারি।”
জুন মাসে ব্যাকটেরিয়াল সংক্রমণের জেরে গুরুতর অসুস্থ হওয়ার পর এই প্রথম প্রকাশ্যে কনসার্ট করতে দেখা গেল ম্যাডোনাকে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর এই প্রথম প্রকাশ্যে মঞ্চে গান গাইতে এসে যেভাবে ইসরাইল ফিলিস্তিন যুদ্ধ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন এই পপ গায়িকা তাতে অস্বস্তিতে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইসরাইলের একাধিক বন্ধু দেশ।
আসলে ইসরাইল যেভাবে গাঁজায় পানীয় জল বিদ্যুৎ ইন্টারনেট বন্ধ করে দিনের পর দিন আকাশ থেকে বোমা বর্ষণ করে চলেছে তাতে বিশ্ববাসী ফিলিস্তিনের প্রতি সহানুভূতি ব্যক্ত করছে। এই একতরফা যুদ্ধ যদি আরো কয়েকদিন চলে বা কয়েক সপ্তাহ চলে তাতে বিশ্ববাসীর মনে ইসরাইল এবং ইহুদি সম্প্রদায় সম্পর্কে একটা ঘৃণা জন্মাবে বলে-ওয়াকিবহাল মহল মনে করছে।