কামদুনিকাণ্ডে অভিযুক্তরা জেলের বাইরে থাকলেও মানতে হবে বিধি-নিষেধ নির্দেশ সুপ্রিম কোর্টের
বাংলার জনরব ডেস্ক : কামদুনি ধর্ষণ কাণ্ডে কলকাতা হাইকোর্ট রায় দিতে গিয়ে কয়েকজনকে মুক্তি দিয়েছিল এবং একই সঙ্গে ফাঁসির আসামীকে যাবজ্জীবনের শাস্তিও দিয়েছে। কলকাতা হাইকোর্টের এই রায় কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আবেদন করে সেই মামলার শুনানি ছিল বৃহস্পতিবার। আজকের শুনানিতে যে সকল আসামী মুক্তি পেয়েছেন তাদের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করেছে সুপ্রিম কোর্ট।
উল্লেখ্য,কামদুনি মামলায় নিম্ন আদালতে ফাঁসির সাজা পাওয়া একজনের শাস্তি মকুব করেছিল হাই কোর্ট। বাকি পাঁচ অভিযুক্তের মধ্যে তিন জনকে যাবজ্জীবনের সাজা থেকেও মুক্তি দিয়েছিল। ইতিমধ্যেই তাদের দশবছর কারাবাস হয়ে গিয়েছে এই যুক্তিতে মুক্তি পেয়েছিল কামদুনির নৃশংস ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ওই তিন অভিযুক্ত। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এই চার জনের উপরেই কিছু বিধিনিষেধ আরোপ করেছে।
এইসব মুক্তিপ্রাপ্ত অভিযুক্তরা জেলের বাইরে থাকলেও দেশের শীর্ষ আদালতের নির্দেশে কয়েকটি শর্ত তাদের মানতে হবে ।সেই শর্তগুলি হল :
১) কলকাতা হাই কোর্টের নির্দেশে যাঁরা মুক্তি পেয়েছেন তাঁদের প্রতি মাসে সোম এবং শুক্রবার থানায় হাজিরা দিতে হবে।
২) যদি এঁদের কারও কাছে পাসপোর্ট থেকে থাকে, তবে সেই পাসপোর্ট জমা দিতে হবে পুলিশের কাছে।
৩) প্রত্যেকের মোবাইল নম্বর থানায় জমা দিতে হবে। মোবাইল তথ্যও থানায় জানাতে হবে।
৪) অভিযুক্ত চারজন কোথাও যাওয়ার ৪৮ ঘণ্টা আগে পুলিশকে জানাবেন। কোথায় যাচ্ছেন তাঁরা, সেই তথ্যও পুলিশকে দিতে হবে। আবার ফিরে এসে রিপোর্ট করতে হবে থানায়।
৫) নিজেদের বাড়ির ঠিকানা, থাকার জায়গার ঠিকানা পুলিশকে জানাতে হবে। থাকার জায়গার কোনও রকম বদল হলে, সেই বদলের কথাও জানাতে হবে পুলিশকে।
৬) কোনও ভাবেই কামদুনির নির্যাতিতার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না তাঁরা।