জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

শেরপুরে বিশ্ব আরবি ভাষা দিবস পালন 

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি: উস্তি থানার শেরপুরের ‘বেড়ামারা রামচন্দ্রপুর হাইস্কুল’-এ গত সোমবার হলভর্তি ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক, পরিচালন সমিতির সম্পাদক ও সদস্যবৃন্দ এবং বিভিন্ন গুণীজনের উপস্থিতিতে বিশ্ব আরবি ভাষা দিবস পালিত হ’ল।

উপস্থিত ছিলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক সাইফুদ্দিন, প্রেসিডেন্সি কলেজের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক সা’আদুল ইসলাম, ইংরেজি ভাষা ও সাহিত্যের অধ্যাপক আলি মুর্শিদ মোল্লা, শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত নূরনবী জমাদার, বাংলার রেনেসাঁ পত্রিকার সম্পাদক আজিজুল হক, আজাদ বার্তা পত্রিকার সম্পাদক জাহাঙ্গীর দেওয়ান, চাঁই ভাষা আন্দোলনে নিবেদিত-প্রাণ সাংবাদিক অজয় মণ্ডল প্রমুখ।

Advertisement

অতিথিদের ভাষণে আরবি ভাষার আন্তজার্তিক অবস্থান, বৈশিষ্ট্য, গুরুত্ব প্রভৃতি বিষয়ে বহু কথা উঠে আসে।

অধ্যাপক সাইফুদ্দিন তাঁর বক্তব্যে আরবি ভাষা কিভাবে বিভিন্ন সভ্যতার জ্ঞান-বিজ্ঞানকে ধারণ করে বিশ্ব-সভ্যতাগুলির মধ্যে সেতুবন্ধনের কাজ করেছে সেকথা বিধৃত করেন। তিনি বলেন, প্রাচীন ভারতের বিশিষ্ট গণিতবিদ ব্রহ্মগুপ্তের শূন্য আবিষ্কার এবং গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের পোয়েটিক্স বা সাহিত্য-তত্ত্বের কথা আরব এবং আরবি অনুবাদের মাধ্যমেই বিশ্ব জানতে পারে।

অধ্যাপক সা’আদুল ইসলামের বক্ত্যব্যে উঠে আসে আরবি ভাষার আন্তর্জাতিকতার প্রসঙ্গটি। তিনি জানান, আল কিন্দীর রসায়ন এবং বীজগণিতের জনক আল-খোয়ারেজমীর ‘কিতাব আল জাবর ওয়াল মুকাবলা’ বিশ্বের বিজ্ঞান চর্চায় বিপ্লব সৃষ্টি করেছে। শুধু তাই নয়, আরবরা প্রাচীন ভারতীয় সাহিত্যের বিখ্যাত গ্রন্থ পঞ্চতন্ত্র-কে আরবি অনুবাদের মাধ্যমে বিশ্বের দরবারে পরিচিত করিয়াছে।

অধ্যাপক আলি মুর্শিদ আরব্য রজনীর গল্প দিয়ে ছোটবেলায় সাহিত্য-বোধ জেগে ওঠার বিষয়টি স্মৃতিচারণ করেন।

বাংলার রেনেসাঁর সম্পাদক আজিজুল হক বলেন, বিশ্বের ২৫-টি দেশের রাষ্ট্র ভাষা আরবি। বিশ্বে সর্বত্রই আরবির সমাদর। আরবি ভাষায় পবিত্র কুরআন অবতীর্ণ। বিশ্বব্যাপী অন্যান্য ভাষাভাষীর মানুষজনও আরবি ভাষায় রচিত সেই গ্রন্থকে সমাদর করে থাকেন ।  সাংবাদিক অজয় মণ্ডল প্রখ্যাত নোবেল বিজয়ী বিজ্ঞানীর দেওয়া এক সাক্ষাৎকারের কথা উদ্ধৃত করে বলেন যে, বিগ-ব্যাং তত্ত্ব-টির উৎস হ’ল পবিত্র কুরআনের একটি আয়াত।

প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে সভার সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ইংরাজি শিক্ষক অরুণ মালাকার এবং সঞ্চালনা করেন পদার্থবিদ্যার শিক্ষক মিনহাজুর রহমান শাহ।

সভা-শেষে ‘বাংলার রেনেসাঁ রাসূলুল্লাহ সংখ্যা’ ও রেপ্লিকা উপহার হিসেবে বিদ্যালয়ের প্রতিনিধির হাতে তুলে দেওয়া হয়। বিদ্যালয়ের আরবি শিক্ষক হাসানুজ্জামানের ঐকান্তিক প্রচেষ্টা এবং তত্ত্বাবধানে অনুষ্ঠানটি ছিল সর্বাঙ্গ-সুন্দর।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ