দেশ 

নির্বাচনের মুখে মধ্যবিত্তদের কাছে খুশির খবর এক লাফে অনেকটাই গ্যাসের দাম কমল

শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : পাঁচ রাজ্যের ভোটের মুখে মধ্যবিত্তদের কাছে খুশির খবর । প্রায় ছমাস পর কমছে গ্যাসের দাম । ছ-মাস ধরে দাম বাড়ছে রান্নার গ্যাসের। ভর্তুকিহীন ও ভর্তুকিযুক্ত গ্যাসের দাম এবার কমল অনেকটাই। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন শুক্রবার বিবৃতি দিয়ে জানিয়েছে গ্যাসের দাম কমার কথা।

ভর্তুকিহীন গ্যাসের দাম কমছে ১৩৩ টাকা আর ভর্তুকিযুক্ত গ্যাসের দাম কমছে সিলিন্ডার পিছু ৬.৫২ টাকা।ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বিবৃতি দিয়ে বলেছে, দিল্লিতে ১৪.২ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৫০৭.৪২ থেকে কমে হল ৫০০.৯০ টাকা। জুন থেকেই ভর্তুকিযুক্ত গ্যাসের দাম বাড়ছিল। ১ নভেম্বর গ্যাসের দাম বেড়েছিল সিলিন্ডার প্রতি ২.৯৪ টাকা। একইভাবে দিল্লিতে ভর্তুকিহীন সিলিন্ডারের দাম হবে ৮০৯.৫০ টাকা।

Advertisement

আইওসি-র মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে, টাকার দামেও উন্নতি ঘটেছে। সেই কারণেই কমল গ্যাস সিলিন্ডারের দাম। ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন এই বিবৃতি প্রকাশের পর স্বাভাবিকভাবেই স্বস্তি পেল মধ্যবিত্তরা ।


শেয়ার করুন
  • 1
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

two + seven =