আন্তর্জাতিক 

ইসরাইলি বিমান হানায় পণবন্দি ১৩ ইসরাইলের নাগরিক খুন,দাবি হামাসের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : গাজ়ায় ইসরায়েলি বিমানহানায় নিহত হয়েছেন অন্তত ১৩ জন  পণবন্দি ইসরায়েলি নাগরিক। আজ শুক্রবার সশস্ত্র প্যালেস্তেনীয় সংগঠন হামাসের তরফে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। হামাসের এই বিবৃতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উপর চাপ বৃদ্ধি করল বলেই মনে করা হচ্ছে।

গত ৭ অক্টোবরের হামলার ঘটনায় নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইতিমধ্যেই গোয়েন্দা-ব্যর্থতার অভিযোগ উঠেছে। পাশাপাশি, হামাস বাহিনীর হাতে অপহৃতদের মুক্তির দাবিতে তৈরি হচ্ছে জনমত। ফলে ইসরায়েল বায়ুসেনার হামলায় সে দেশেরই পণবন্দিদের মৃত্যুর খবরের জেরে অস্বস্তিতে পড়েছে  নেতানিয়াহু সরকার।

Advertisement

শনিবার রকেট হানা এবং প্যারাগ্লাইডারে চড়ে ইসরায়েল ভূখণ্ডে হামলার পাশাপাশি, স্থলপথেও অনুপ্রবেশ করেছিল হামাস বাহিনী। গাজ়া সীমান্তে ইসরায়েলের তৈরি ইস্পাতের ‘দি গ্রেট স্মার্ট ফেন্স’ ভেঙে ঢুকে পড়ে দেড়শো জনেরও বেশি ইসরায়েলিকে বন্দি করেন হামাস যোদ্ধারা। তাঁদের এখন গাজ়ার ভূগর্ভস্থ কোনও সুড়ঙ্গে আটকে রাখা হয়েছে বলে মনে করছে ইসরায়েল সেনা। আর তাঁদের মুক্ত করতে স্থলপথে গাজ়া ভূখণ্ডে অভিযান শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে ইসরায়েলের সংবাদমাধ্যমের দাবি।

সীমান্তবর্তী এলাকাতে ইতিমধ্যে নিয়মিত এবং সংরক্ষিত ব্যাটেলিয়নগুলি মিলিয়ে প্রায় তিন লক্ষ ইসরায়েলি সেনা মোতায়েন করা হয়েছে। এরই মাঝে ইসরাইলি হামলায় ইসরাইলের নাগরিকের মৃত্যু নিয়ে যে দাবি হামাস করেছে তাতে ইসরাইলের বর্তমান সরকারের পক্ষে বেশ খানিকটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ