কলকাতা 

মিথিলেশ কুমার মিশ্রকে নিয়োগ মামলার দায়িত্ব ফিরিয়ে দিল কলকাতা হাইকোর্ট

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ইডির আবেদন মঞ্জুর করে নিয়োগ মামলার দায়িত্ব দেওয়া হল ইডির সহকারী অধিকর্তা মিথিলেশকুমার মিশ্রকে। নিয়োগ মামলায় সরানো হলেও রাজ্যের অন্য সমস্ত মামলা থেকে সহকারী অধিকর্তাকে যেন সরানো না হয়, তারই আবেদন জানিয়েছিল ইডি। সেই আবেদনের প্রেক্ষিতে শুক্রবার বিচারপতি অমৃতা সিংহের এজলাসে শুনানি হয় দুপুর ১টায়।

ইডি যে রায় পুনর্বিবেচনার জন্য আর্জি জানিয়েছিল আদালতে, সেই অনুরোধ মঞ্জুর করেলন বিচারপতি সিংহ। সঙ্গে জানিয়ে দিলেন, রাজ্যের সব মামলায় তদন্ত করতে পারবেন মিথিলেশ কুমার মিশ্র। দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে এই শুনানিতে অংশ নিয়েছিলেন ইডির জয়েন্ট ডিরেক্টর। তিনি জানান, মিথিলেশ দক্ষ অফিসার। তিনি সঠিক ভাবে তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারবেন।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ