কলকাতা 

“শিক্ষকতা করতে হবে না, রাস্তাতেই থাকুন” : হাইকোর্ট

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ডিএ সহ অন্যান্য দাবিতে বিকাশ ভবনের সামনে অবস্থান ও ধর্না কর্মসূচির অনুমতি চেয়ে হাইকোর্ট ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বৃহত্তর গ্রাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন নামের একটি সংগঠন। এই মামলার দ্রুত শুনানি চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন জানিয়েছিল এই সংগঠন।প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ মিছিলের অনুমতি চাওয়া শিক্ষকদের সাফ বলে দিল,”শিক্ষকতা করতে হবে না, রাস্তাতেই থাকুন।”

তিনি আরো বলেন, “এদের জন্য আমার কোনও সহমর্মিতা নেই। নিজেদের কায়েমি স্বার্থ ছাড়া সবাইকে অবহেলা করছে। মানুষের কথা ভাবে না কেউ। অফিস যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছে।”

Advertisement

প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, “রোজ ১৫ টা করে মিছিল হয়। স্কুলের বাচ্চারা হয়রানির শিকার হচ্ছে। অ্যাম্বুল্যান্স পর্যন্ত আটকে যাচ্ছে, রাস্তায় পড়ে থেকে মানুষ মারা যাচ্ছে।” শিক্ষকদের তিরস্কার করে প্রধান বিচারপতির মন্তব্য,”আপনাদের কাজ করতে হবে না। শুধু জিন্দাবাদ জিন্দাবাদ করে যান। পুলিশ লাঠিচার্জ করুক, কাঁদানে গ্যাস প্রয়োগ করুক।” ওই মামলায় দ্রুত শুনানির আর্জিও খারিজ হয়ে গিয়েছে। প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন, পুজোর আগে শুনানি সম্ভব নয়।

রাজ্যে এই মুহূর্তে বহু শিক্ষক আন্দোলনরত। বিশেষ করে ডিএ’র (DA) দাবিতে দীর্ঘদিন আন্দোলন চালিয়ে যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। প্রধান বিচারপতির এই পর্যবেক্ষণের পর তাঁদের আন্দলন নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ