প্রতিষ্ঠা মঞ্চের ডেপুটেশন বিশ্ববিদ্যালয়ের ভিসিকে
বিশেষ প্রতিনিধি : মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নানা অব্যবস্থা দূর করতে ও তার সার্বিক উন্নয়নের স্বার্থে আজ অর্ন্তবতিকালীন ভিসির দায়িত্বপ্রাপ্ত ড. অচিন্ত্য সাহার সঙ্গে সাক্ষাৎ করে দাবীপত্র তুলে দিলেন মুর্শিদাবাদ জেলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা মঞ্চ । দাবি পত্রসহ স্মারকলিপি তুলে দেন মঞ্চের সভাপতি শিক্ষাবিদ প্রাক্তন অধ্যক্ষ ড. মুজিবর রহমান । মুর্শিদাবাদ জেলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা মঞ্চ এর এক প্রতিনিধি দল ভিসির সঙ্গে বিস্তারিত ভাবে নানা বিষয় নিয়ে আলোচনা করেন । ভিসির সঙ্গে আলোচনায় সহযোগিতা করেন ও পরিচয় করে দেন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মিজানুর রহমান । মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কিভাবে সম্ভব, কোন কোন ক্ষেত্রে অচল অবস্থা সৃষ্টি হয়েছে, সেই অবস্থা কিভাবে দূর করার জন্য উদ্যোগ নিয়েছেন, সেই নিয়ে উভয় পক্ষের মধ্যে মত বিনিময় হয় ।
জেলায় বিশ্ববিদ্যালয় গড়ে তোলার জন্য এই মঞ্চ কিভাবে গড়ে উঠল এবং আন্দোলনের নানা বিষয় সংক্ষিপ্ত আকারে তুলে ধরেন মঞ্চের সম্পাদক আব্দুল হামিদ সরকার ।
আজকের এই প্রতিনিধি ডেপুটেশনে অংশগ্রহন করেন মঞ্চের সহ-সভাপতি প্রবীণ সমাজকর্মী মদন সরকার, সদস্য শেখ মফেজুল, ডা. এম হাসনাত, ডা. এম আর ফিজা, রুস্তম চৌধুরী, আনিসুর রহমান প্রমুখ।
এদিন মঞ্চের প্রতিনিধিদের সঙ্গে ভিসি নানা বিষয়ক আলোচনা করে জানান- মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের আগের অচল অবস্থা কেটে গিয়েছে । বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন করায় আমার এখন অন্যতম কাজ । এব্যপারে আপনাদের সকলের সহযোগিতা চাই । বিশ্ববিদ্যালয়কে পূণাঙ্গরূপ দিতে আমার সব রকম উদ্যোগ চলতে থাকবে । দাবীপত্র ভিসিকে তুলে দেওয়ার পর বাইরে এসে মঞ্চের সভাপতি ড.মজিবর রহমান উপস্থিত সাংবাদিকদের সঙ্গে সাক্ষাত করে আজকের ডেপুটেশনের উদ্দেশ্যের কথা জানান ।