রাজস্থান বিধানসভার নির্বাচন পিছিয়ে দিল কমিশন! কবে নির্বাচন?
বাংলার জনরব ডেস্ক : রাজস্থানে বিবাহ বা মালা বদল অনুষ্ঠান থাকার কারণে কারণে নির্বাচনের তারিখ পিছিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। গত সোমবার কমিশন বাকি চার রাজ্যের সঙ্গে রাজস্থানেরও বিধানসভা ভোটের সূচি ঘোষণা করেছিল। তাতে বলা হয়েছিল, ২৩ নভেম্বর হবে ভোটগ্রহণ। কিন্তু বুধবার তা বদল করল কমিশন। বুধবার কমিশন জানিয়েছে, ২৫ নভেম্বর হবে রাজস্থানের ভোট। ফল ঘোষণার দিন অপরিবর্তিতই থাকছে। বাকি চার রাজ্যের সঙ্গে রাজস্থানেরও ভোট গণনা হবে ৩ ডিসেম্বর।
জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, ওই দিন রাজস্থানে প্রচুর বিয়ে ও সামাজিক অনুষ্ঠান রয়েছে। ভোট ঘোষণার পরেই সেই কারণ দেখিয়ে রাজনৈতিক দলগুলি কমিশনের কাছে আবেদন জানিয়েছিল, যাতে ভোটের দিন বদল করা হয়। স্থানীয় সংবাদমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছিল। সেই কারণেই ভোটের দিন পিছিয়ে দিতে হল কমিশনকে। নির্বাচন সদনের তরফে আরও বলা হয়েছে, ঘরে ঘরে সে দিন বিয়ে থাকায় ভোটের জন্য নিরাপত্তা বাহিনী এবং ভোটকর্মীদের রাখার ক্ষেত্রেও সমস্যা হতে পারে। সব দিক বিবেচনা করেই কমিশন দিন বদল করেছে।
নতুন নির্ঘণ্ট অনুযায়ী রাজস্থানের ভোটের বিজ্ঞপ্তি জারি হবে ৩০ অক্টোবর, সোমবার। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৬ নভেম্বর। পরের দিন অর্থাৎ ৭ নভেম্বর মনোনয়নপত্রের স্ক্রুটিনি প্রক্রিয়া হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৯ নভেম্বর। তার পর ২৫ নভেম্বর ভোটগ্রহণ হবে। ২৩ নভেম্বর বিকেল ৪টেয় শেষ হবে প্রচারপর্ব।