কলকাতা 

পুলিশ বাহিনীর অনুকরণে এবার দমকল কর্মীদের জন্য একটি পৃথক ওয়েলফেয়ার বোর্ড গঠন করবে রাজ্য

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : রাজ্য সরকার পুলিশ বাহিনীর অনুকরণে এবার দমকল কর্মীদের জন্য একটি পৃথক ওয়েলফেয়ার বোর্ড বা কল্যান পর্ষদ গঠনের সিদ্ধান্ত নিয়েছে। নবান্নে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর অগ্নিনির্বাপণ ও জরুরী পরিষেবা বিভাগের মন্ত্রী ফিরহাদ হাকিম এ কথা জানিয়েছেন। তিনি বলেন দমকল কর্মীরা প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করেন। তাই তাদের সার্বিক কল্যাণের বিষয়টি র দিকে পর্ষদ নজর রাখবে।দমকল বিভাগের মহা নির্দেশক এর নেতৃত্বে গঠিত কেন্দ্রীয় বোর্ডের পাশাপাশি জেলাস্তরে বোর্ড গঠন করা হবে বলে তিনি জানিয়েছেন।
উন্নয়ন পর্ষদ গঠন করা হলে দমকল কর্মীদের ইউনিয়ন করার অধিকার থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন দমকল কর্মীদের দাবি দাওয়া ও অভাব অভিযোগ নিষ্পত্তি করার জন্যই কল্যাণ পর্ষদ তৈরি করা হচ্ছে। সেখানে দমকল বিভাগের সর্বস্তরের কর্মীদের ই প্রতিনিধিত্ব থাকবে। কাজেই ইউনিয়ন থাকার কি প্রয়োজনীয়তা তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

nineteen − sixteen =