প্যালেস্টাইনের স্বাধীনতা ও সার্বভৌমতা ন্যায্য প্রাপ্য বলে দাবি কংগ্রেসের
বাংলার জনরব ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পাশে থাকার অঙ্গীকার করলেও দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস প্যালেস্টাইনের স্বাধীনতা ও সার্বভৌমতার পক্ষে সওয়াল করেছে। কংগ্রেস ওয়াকিং কমিটি মনে করছে ৭২ ঘন্টা ধরে ইসরাইল সেনার ক্ষেপণাস্ত্র ও বিমান হানায় বিধ্বস্ত অবরুদ্ধ গাঁজার নাগরিকরা কি অবস্থার মধ্যে আছে তার সামনে আনা হোক একইসঙ্গে তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে জাতীয় কংগ্রেস।
রবিবার কংগ্রেসের তরফেও ইসরাইলি আমজনতার উপর হামাসের রকেট হামলার নিন্দা করা হয়েছিল। কিন্তু তার পর গাজ়ায় প্যালেস্টাইন শরণার্থী শিবির, হাসপাতালের মতো অসামরিক এলাকায় ইজ়রায়েলি বোমাবর্ষণ ‘প্রেক্ষপটে’ অনেকটাই বদল এনেছে। সেই সঙ্গে কংগ্রেসের নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জয়রাম রমেশ সোমবার মনে করিয়ে দিয়েছেন, ‘‘স্বাধীন এবং সার্বভৌম প্যালেস্তাইন রাষ্ট্রের দাবি ন্যায্য বলেই আমরা মনে করি। কংগ্রেস চায় আলোচনার মাধ্যমে প্যালেস্তেনীয় আমজনতার সেই বৈধ আকাঙ্ক্ষা পূর্ণ হোক।’’