জেলা 

“বীরভূমের পুলিশ কৃতদাসে পরিণত হয়েছে। একটা ভেড়ার যা ক্ষমতা আছে এদের তাও নেই।” কটাক্ষ বিজেপি নেতা কলোসোনা মন্ডলের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আবার বিজেপির নেতা হুংকার দিলেন । এবার পুলিশের উর্দি থেকে অশোকস্তম্ভ খুলে ফেলার নিদান দিলেন বিজেপি দলে বীরভূম জেলার সম্পাদক কলোসোনা মন্ডল । তিনি শুক্রবার এক প্রতিবাদ সভায় বলেন,”বীরভূমের সমস্ত থানার ওসিকে বলছি, পুলিশ নিজের ব্যাজের অশোকস্তম্ভ বাদ দিয়ে ভেড়ার ছাপ লাগান।” বৃহস্পতিবার ট্রাক-লরি থেকে বাড়তি টোল আদায়ের প্রতিবাদে বীরভূমের মহম্মদবাজারের রায়পুরে একটি বিক্ষোভ সভা হয়। আর সেখানেই পুলিশকে উদ্দেশ করে একথা বলেন, বিজেপি নেতা কালোসোনা মণ্ডল। এছাড়াও লরি চালকদের স্টিয়ারিং ছেড়ে বেআইনি টোল আদায়কারীদের পেটানোরও কথা বলেন তিনি।
বিজেপি-র অভিযোগ, মহম্মদবাজার এলাকায় বড় মাল বোঝাই লরি পিছু ১৪০০-১৫০০ টাকা পরিবহন কর নেওয়া হয় নিয়মানুসারে। কিন্তু, দেখা যাচ্ছে স্থানীয় তৃণমূলের লোকজন পুলিশের সঙ্গে যৌথ ভাবে ৩ হাজার টাকা পর্যন্ত টোল কেটে নিচ্ছে। এতে রীতিমতো ক্ষুব্ধ ট্রাক, লরি মালিক পক্ষ। আজ তারই প্রতিবাদে মহম্মদবাজারের রায়পুর গ্রামে একটি বিক্ষোভসভা করেন বিজেপি নেতা-কর্মীরা। পরে একই দাবিতে সিউড়িতে জেলাশাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ করে বিজেপি।

কালোসোনা মণ্ডল পুলিশের উদ্দেশে বলেন, “বীরভূমের পুলিশ কৃতদাসে পরিণত হয়েছে। একটা ভেড়ার যা ক্ষমতা আছে এদের তাও নেই।” তিনি আরও বলেন, “ট্রাকওয়ালাদের উপর অমানুষিক অত্যাচার করা হচ্ছে। ট্রাক ড্রাইভারদের বর্তমান অবস্থা একটা রাস্তার কুকুরের থেকেও খারাপ। তাই সমস্ত ট্রাক ড্রাইভারদের বলছি তোমরা উত্তরপ্রদেশ যাও। পঞ্জাব যাও। গুরগাঁও যাও। সেখানে দেখবে ট্রাক ড্রাইভার-মালিকরা রাস্তায় ট্রাক দাঁড় করিয়ে দিয়ে জনজীবনকে স্তব্ধ করে দিয়েছে। তাই তোমাদেরও বলছি তোমাদের হাতে বাঘের সমান বল আছে। হাতির সমান ক্ষমতা আছে। তোমরা স্টিয়ারিং ছেড়ে দিয়ে গাড়ি থেকে লোহার রড বের কর। আর বেআইনি টোল আদায়কারীদের পেটাও। পেটান ছাড়া রাস্তা নেই। কারণ এরা মারকেই ভয় করে (তৃণমূল)। তার নিদর্শন মহম্মদবাজার নির্বাচনে দেখিয়ে দিয়েছি।”

Advertisement

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

15 − 11 =