কলকাতা 

মুসলিমদের স্বার্থে যারা কাজ করবে তাদেরকেই সমর্থন করবে অল ইন্ডিয়া ইউনাইটেড মুসলিম মোর্চা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি: দেশের সমস্ত রাজনৈতিক দলগুলি মুসলিম সমাজের সঙ্গে ইনসাফ করেনি। শুধু বিজেপিকে দোষ দিয়ে লাভ নেই কংগ্রেসের আমলে যে দাঙ্গা হয়েছে তা এক কথায় স্মরণীয় হয়ে রয়েছে ইতিহাসে। আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে হলে সম্মিলিতভাবে সমস্ত রাজনৈতিক দলের কাছে আমরা দাবি পত্র পেশ করব যে আমাদের দাবি পূরণ করবে তাকে আমরা সমর্থন করব। আজ শনিবার সন্ধ্যায় কলকাতার পার্ক সার্কাসের এক হলে আয়োজিত অল ইন্ডিয়া ইউনাইটেড মুসলিম মোর্চার সভায় বক্তব্য রাখতে গিয়ে এ কথাগুলি বলেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হাফিজ গোলাম সারোয়ার।

তিনি এদিন বলেন, আমাদেরকে খুব সতর্ক পদক্ষেপে পা ফেলতে হবে। নেতা নির্বাচনে কিংবা প্রতিনিধি নির্বাচনে আমাদেরকে কাজ করতে হবে ভালো আদর্শবান জনপ্রতিনিধি আমাদেরকে বেছে নিতে হবে। এদেশে আমাদের যত শতাংশ মুসলমান আছে সেই অনুপাতে আইনসভায় আমাদের প্রতিনিধিত্ব দিতে হবে। অর্থাৎ পশ্চিমবাংলায় ৩০ শতাংশ মুসলিম জনগোষ্ঠী এই রাজ্যের বিধানসভার আসন সংখ্যার ৩০ শতাংশ মুসলিম সমাজের ব্যক্তিদের প্রার্থী করতে হবে।

Advertisement

এদিনের সভায় অল ইন্ডিয়া ইউনাইটেড মুসলিম মোর্চার রাজ্য সভাপতি তথা উত্তর পূর্বাঞ্চলের কনভেনার মোঃ জানে আলম বলেন, আমাদেরকে সব রাজনৈতিক দলকেই পরীক্ষা করে দেখতে হবে। সামনের দিন যে রাজনৈতিক দল আমাদের সমাজকে গুরুত্ব দেবে উন্নয়ন করবে বলে প্রতিশ্রুতি দেবে তাদেরকেই আমরা সমর্থনের হাত বাড়িয়ে দেব। আমরা কোন রাজনৈতিক দল হতে আসিনি। আমরা সমাজ পরিবর্তনের লক্ষ্যে কাজ করছি। বাংলা জুড়ে আমাদের সংগঠন যেমন বাড়বে তেমনি উত্তর পূর্বাঞ্চলে সমস্ত ক্ষেত্রেই সংগঠন বৃদ্ধির কাজ আমরা করব। আজ কলকাতায় যে সভা অনুষ্ঠিত হলো আগামী দিনে সারা রাজ্য জুড়ে জেলায় জেলায় আমরা সভা করব। আমাদের মত এবং পথের সঙ্গে যদি কোন অমুসলিম সম্প্রদায় যোগ দিতে চাই বায় আকৃষ্ট হয় তাহলে তাদেরকেও আমাদের সঙ্গে আমরা নেব।

এদিনের সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও লেখক জনাব মোঃ সাদ উদ্দিন, বিশিষ্ট শিক্ষক ও লেখক মাওলানা আব্দুল মোমেন, বিশিষ্ট আইনজীবী আনিসুর রহমান, বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ গোলাম মোর্তজা, কবি ও নাট্যকার হাফিজুর রহমান, শবনম পারভীন, সেখ ইবাদুল ইসলাম, নোমান বাসার প্রমুখ। এদিন মোহাম্মদ জানে আলমকে রাজ্য সভাপতি ও মোস্তফা কামালকে রাজ্য সাধারণ সম্পাদক করে একটি রাজ্য কমিটি গঠিত হয়। আনুষ্ঠানিকভাবে এই রাজ্যে অল ইন্ডিয়া ইউনাইটেড মুসলিম মোর্চা কাজ শুরু করলো বলে রাজ্য সভাপতি মোঃ জানে আলম জানিয়েছেন।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ