দেশ 

Rahul Gandhi: দেশজুড়ে রাহুল গান্ধীর গ্রহণযোগ্যতা বাড়ছে, আগামী দিনে দেশকে নেতৃত্ব দেবেন রাহুল! : শারদ পাওয়ার

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : আগামী লোকসভা নির্বাচনে বিরোধী জোটের নেতৃত্ব কি এবার রাহুল গান্ধী দিতে চলেছেন? বহুদিন থেকে এই প্রশ্নটা সামনে আসছিল ইন্ডিয়া জোট তৈরি হয়েছে ঠিকই কিন্তু এই জোটের নেতৃত্ব কে দেবেন? তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন ছিল আর এই প্রশ্ন ছিল সাংবাদিকদেরও! সাংবাদিকদের এই প্রশ্নের উত্তর ও সহজ সরল ভাষায় দিলেন ইন্ডিয়া জোটের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা এবং এন সি পি সুপ্রিমো শারদ পাওয়ার। তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সরাসরি কিছু না বলে বলেছেন রাহুল গান্ধীর গ্রহণ যোগ্যতা ক্রমশ বাড়ছে। ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেবেন রাহুল।

আবগারি দুর্নীতির মামলায় বুধবার গ্রেফতার হয়েছেন আপ সাংসদ সঞ্জয় সিং। বুধবার এই বিষয়ে সংবাদমাধ্যমকে বর্ষীয়ান নেতা বলেন, “সঞ্জয় সিংয়ের গ্রেফতারি INDIA জোটকে আরও শক্তিশালী করবে।” আপ নেতার গ্রেফতারিতে গেরুয়া শিবিরের নিন্দা করেন পওয়ার। এর পরই ইন্ডিয়া জোটের নেতৃত্ব প্রসঙ্গে পওয়ারের মন্তব্য, “ভারত জোড়ো যাত্রার পর রাহুল গান্ধীকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করছেন সকলে। একদিন উনি দেশকে নেতৃত্ব দেবেন।”

Advertisement

৮২ বছরের রাজনীতিকের দাবি, উত্তরপ্রদেশে কংগ্রেস আবার ক্ষমতায় ফিরবে। হরিয়ানাতেও ভাল ফল করবে কংগ্রেস। সেখানে তারা সরকার গঠন করলেও অবাক হব না।” উত্তরপ্রদেশে উপনির্বাচনে গেরুয়া শিবিরের হারের কথাও উল্লেখ করেন পওয়ার। পাশাপাশি শরদের দাবি, তাঁর নেতৃত্বে এনসিপি মহা বিকাশ আঘাড়ি (MVA) জোট, উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা ও কংগ্রেস পরের বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্রে সরকার গঠন করবে।” ভাইপো অজিত পওয়ার এবং তাঁর অনুগামীদের কঠাক্ষ করেন বর্ষীয়ান রাজনীতিক। মন্তব্য করেন, “যে সব নেতা এনসিপি ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন তাঁদের উদ্দেশ্য ছিল নিজেদের অপরাধ আড়াল করা।”

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ