শিক্ষা সম্মাননা প্রদান ও ‘টার্গেট মাধ্যমিক’ শিরোনামে দিনাজপুরের বেস আন-নূর মডেল স্কুলে কর্মশালা
বিশেষ প্রতিনিধি: দক্ষিণ দিনাজপুরের নামকরা শিক্ষা প্রতিষ্ঠান বেস আন-নূর মডেল স্কুলে রবিবার অনুষ্ঠিত হয়ে গেল একদিনের এক কর্মশালা। কর্মশালার শিরোনাম ছিল ‘টার্গেট মাধ্যমিক’। এবছর যারা দশম শ্রেণির ছাত্র-ছাত্রী, তারা তো ছিলই, তাদের সঙ্গে ছিল বর্তমান সময়ের অষ্টম-নবম এর ছাত্র-ছাত্রীরাও।
মাধ্যমিক ২০২৪ পরীক্ষার্থীদের জন্য এই পরীক্ষায় সফলতার রাস্তা তৈরি করতে হয় কীভাবে সে সম্পর্কে সবিস্তারে বলেন দুর্গাপুর বিজড়া হাই স্কুলের প্রধান শিক্ষক কাজী নিজামুদ্দিন, ভূগোলের বিশিষ্ট শিক্ষিকা মিতালী মুখার্জী ইতিহাসের বিশিষ্ট শিক্ষক সাহাবুল ইসলাম গাজী এবং অংকের বিশিষ্ট শিক্ষক গৌরাঙ্গ সরখেল।
অষ্টম-নবম শ্রেণি থেকে মাধ্যমিকের টার্গেট তৈরি করে ফেলা উচিত এবং সেই মতো প্রস্তুতি নিতে থাকলে পরবর্তী পড়াশোনার ক্ষেত্র নির্বাচনে বিশেষ সুবিধা হয় বলে বর্ণনা করেন বেস আন-নূর মডেল স্কুলের সম্পাদক খাদেমুল ইসলাম। কলকাতা থেকে আগত অভিঞ্জ শিক্ষক-শিক্ষিকাদের নিকট তিনি সারা বছরের পড়াশোনা-পরিকল্পনা প্রস্তুত করে দেওয়ার অনুরোধ জানান। বিশিষ্ট শিক্ষক আজহার হোসেন, নায়ীমুল হক বলেন একেবারে ক্লাস সেভেন-এইট থেকে ছেলে মেয়েদের দক্ষতা কোন দিকে তা জানার ব্যাপারে আমাদের উদ্যোগ নেওয়া বিশেষ প্রয়োজন। এর জন্য ছাত্র-ছাত্রীদের নিয়ে দক্ষতা-নির্ণায়ক বিশেষ অ্যাপটিটিউড টেস্ট আয়োজন করার অনুরোধ জানান তাঁরা।
বেস আন-নূর মডেল স্কুলের বিজ্ঞান বিভাগের বিশিষ্ট শিক্ষক সোহেল ইকবাল জানান অনুসন্ধান কলকাতার সহায়তায় আগামী বছরের শুরুতে ছাত্র-ছাত্রীদের নিয়ে ‘মজার বিজ্ঞান হাতে-কলমে’ এই কর্মশালার আয়োজন করা হবে এখানে। স্কুলের কর্তৃপক্ষ, উপস্থিত শিক্ষক-শিক্ষিকা এবং প্রায় তিন শতাধিক ছাত্র-ছাত্রী এই ঘোষণায় করতালি দিয়ে স্বাগত জানান।
এদিন অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ ছিল অনুসন্ধান কলকাতার পক্ষ থেকে শিক্ষা সম্মাননা ২০২৩ জ্ঞাপন। বেস আন-নূর মডেল স্কুলের প্রতিষ্ঠাতা সম্পাদক খাদেমুল ইসলাম, প্রধান শিক্ষক আইয়ুব আনসার, বিজ্ঞান শিক্ষক শহীদ ইকবাল এবং বিশিষ্ট শিক্ষিকা ও প্রশাসিকা তামিম ইসলামকে এদিন এই শিক্ষা সম্মাননা প্রদান করা হয়। কথাশিল্প প্রকাশিত মাধ্যমিক ২০২৪ টেস্ট পেপার-এর একটি বিশেষ সংকলন তুলে দেয়া হয় গঙ্গারামপুর হাই স্কুলের বিশিষ্ট শিক্ষক আজহার হোসেনকে।
স্যান্ডফোর্ড অ্যাকাডেমির পক্ষ থেকে বিশিষ্ট প্রশাসক পান্থ মল্লিক জানান বেস আন-নূর মডেল স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য এ বছর দু’ সেট মক টেস্ট এবং অষ্টম-নবম এর ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ ফাউন্ডেশন কোর্সের পরিকল্পনা নেয়া হয়েছে।
এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট প্রধান শিক্ষক আইয়ুব আনসার, ফয়জুর রহমান রাসনাউল আলম, আব্দুর রাজ্জাক, মোকসেদ আলী, তামিম ইসলাম প্রমুখ। ছাত্র-ছাত্রীদের কোরাস সংগীতের মাধ্যমে এই দিনের কর্মশালা সমাপ্তি ঘোষণা করা হয়।