দেশ 

জিএসটি ধাঁচে কৃষি-খামার ও স্বাস্থ্য ক্ষেত্রেও পরিষেবা কর চালু করার দাবি জেটলির

শেয়ার করুন
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কৃষি-খামার সেক্টরে জিএসটি ধাঁচে কর ব্যবস্থা চালুর দাবিতে সরব হলেনকেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি । তাঁর মতে  জিএসটি বা পণ্য ও পরিষেবা করের ধাঁচে স্বাস্থ্য ও এমন ধরনের ব্যবস্থা চালু হলে রাজ্যগুলিরও তাতে বিশেষ আপত্তি থাকবে না। কারণ রাজ্যই তা বলবত করবে। কেন্দ্রে তাতে দেখাশোনার ভূমিকায় থাকবে।

জেটলি বলেছেন, জিএসটি সফল হয়েছে। স্বাস্থ্য ও কৃষিতে এই ধরনের আলাদা ব্যবস্থা চালু হওয়ার প্রয়োজন রয়েছে। সিআইআই এর স্বাস্থ্য সম্মেলনে এই প্রসঙ্গে আলোকপাত করেছেন তিনি। কেন্দ্রের নিজস্ব স্বাস্থ্য প্রকল্প রয়েছে। আয়ুষ্মান ভারত যোজনা চালু হয়েছে। রাজ্যগুলিরও আলাদা যোজনা রয়েছে। সবকটি প্রয়োজন ও উৎসকে সংযুক্ত করলে সকলে উপকৃত হবে। রাজ্যের মাধ্যমেই তা করতে হবে। এক্ষেত্রে কেন্দ্রের প্রকল্পে উপকৃত হচ্ছে নাকি রাজ্যের প্রকল্পে, এই বিষয়গুলিকে না দেখে সার্বিক উন্নয়নের কথা ভাবা উচিত। বরং দেখা উচিত অন্য রাজ্যের চেয়ে আমাদের রাজ্যে ভালো পরিষেবা পাওয়া যাচ্ছে কিনা।

Advertisement

শেয়ার করুন
  • 2
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

10 + eighteen =