পাওনা আদায়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীকে ধর্ষণ এএসআইয়ের!
বাংলার জনরব ডেস্ক : পাওনা আদায়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীকে ধর্ষণের অভিযোগে বারাকপুর (Barrackpore) পুলিশ কমিশনারেটের বাসুদেবপুর থানার এএসআই। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ওই পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, অভিযুক্তের নাম সঞ্জীব সেন। বারাকপুরের বাসুদেবপুর থানার এএসআই পদে কর্মরত তিনি। অভিযোগকারী জানিয়েছেন, একজনকে তিনি ১০ লক্ষ টাকা ধার দিয়েছিলেন। সেই টাকা উদ্ধার করতে পারছিলেন না। পাওনা আদায়ের প্রতিশ্রুতি দিয়েই শ্যামনগরের বাসিন্দা ওই যুবতীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ায় অভিযুক্ত সঞ্জীব সেন। যুবতীর অভিযোগ, সেই সুযোগকে কাজে লাগিয়েই তাঁকে ধর্ষণ করে ওই পুলিশ কর্মী। অবশেষে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই যুবতী।
এদিকে বাসুদেবপুর থানার তরফে জানানো হয়েছে, এএসআইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগকারী যুবতীর সঙ্গে লিভ ইন করতেন সন্দীপ সেন। পরবর্তীতে কোনও সমস্যা তৈরি হয়। লিভ ইন সঙ্গীই ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন। এদিকে পুলিশে লিখিত অভিযোগ দায়েরের পর যুবতীকে খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।