নওশাদ সিদ্দিকীকে জঙ্গিদের নায়ক বলে অভিহিত করলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা! তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করার দায়ে কেন ব্যবস্থা নেওয়া হবে না? প্রশ্ন আম জনতার
বাংলার জনরব ডেস্ক : বিধায়ক নওশাদ সিদ্দিকীকে জঙ্গিদের সরদার বলে অভিহিত করলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। আজ সোমবার তিনি এই অভিযোগ করেছেন সাংবাদিকদের কাছে। যদিও যদিও নওশাদ সিদ্দিকী রাজনৈতিক রেসারেসিকে অগ্রাহ্য করে সওকাত মোল্লাকে বরাবরই বড় ভাই বলে সম্বোধন করেছেন।
রবিবার ভাঙড় বাজারে তৃণমূলের একটি দলীয় কার্যালয় উদ্বোধন হয়। সংবর্ধনা অনুষ্ঠানও ছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লা। এছাড়া ছিলেন তৃণমূল নেতা বাহারুল ইসলাম ও আহওসান মোল্লা-সহ অনেকেই। অনুষ্ঠানমঞ্চ থেকে বিধায়ক শওকত মোল্লা বলেন, “যুব সমাজের হাতে গুলি, বোমা, বন্দুক তুলে দিচ্ছে যারা তাদের ভোট দেওয়া জঙ্গিদের ভোট দেওয়ার সমান। নওশাদ আমার নামে কেস করেছিল। আমি নাকি জঙ্গি। আজ ক্যামেরার সামনে বলছি, নওশাদ শুধু জঙ্গি নয়। জঙ্গিদের নায়ক। কারণ নওশাদের নেতৃত্বে আমাদের দেশের যাঁরা জওয়ান তাঁদের উপর হামলা চলছে ভোটগণনার দিন।”
এই বিস্ফোরক মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে শুরু তীব্র চাপানউতোর। পালটা শওকত মোল্লাকে জবাব দেন আইএসএফ বিধায়ক। তিনি বলেন, “অবাঞ্ছিত মন্তব্য করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজরে থাকতে চান। যে আমাকে সার্টিফিকেট দিচ্ছে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে বলেছিলেন, ‘তুই বোমা বানাস’।” এই মন্তব্যের বিরোধিতায় আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন নওশাদ।
সম্প্রতি সংসদে দাঁড়িয়ে বিজেপি সাংসদ রমেশ বিধুরি বিএসপি সাংসদ দানিস আলীকে জঙ্গি বলে সম্বোধন করেছিলেন সেই রেশ কাটতে না কাটতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের একজন বিধায়ক যেভাবে পীরজাদা নওশাদ সিদ্দিকীকে জঙ্গি বলে আক্রমণ করলেন তা এক কথায় কুৎসিত এবং বাংলা সংস্কৃতির বিরোধী। মমতা বন্দ্যোপাধ্যায়ের মত একজন ধর্মনিরপেক্ষ রাজনীতিবিদের উচিত এখনি শওকত মোল্লার বিরুদ্ধে এই ধরনের মন্তব্য করার দায়ে কড়া পদক্ষেপ নেওয়া। কারণ শওকাত মোল্লা তৃণমূলের ব্যানারকে কাজে লাগিয়ে প্রকৃতপক্ষে তৃণমূল কংগ্রেসের ক্ষতি করতে চাইছে। মনে রাখতে হবে যে পীরজাদা নওশাদ সিদ্দিকী ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলার উত্তরসূরী সুতরাং ফুরফুরা শরীফের মত একটি স্পর্শকাতর জায়গার এবং সেই পীর পরিবারের সন্তানকে জঙ্গি বলে বা জঙ্গিদের নায়ক বলে অভিহিত করে এই রাজ্যের বাঙালি মুসলিম সমাজের ভাবাবেগে আঘাত দিয়েছে এ নিয়ে কোনো সন্দেহ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এখুনি কড়া পদক্ষেপ না নেন তাহলে তৃণমূল কংগ্রেসকেই আগামী লোকসভা নির্বাচনে পস্তাতে যে হবে তা নিয়েও কোন সন্দেহ নেই।