২০১৯-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস, আসাম, বিহার ও ঝাড়খন্ডে প্রতিদ্বন্দ্বিতা করবে জানালেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
নিজস্ব প্রতিনিধি : পুরুলিয়া জেলা সফরের দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ বলরামপুরে একটি জনসভা করেন। সভায় মুখ্যমন্ত্রী বলেন, ২০১৯-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস, আসাম, বিহার ও ঝাড়খন্ডে প্রতিদ্বন্দ্বিতা করবে। এরজন্য পুরুলিয়ার মতো সীমান্তবর্তী জেলাগুলির তৃণমূল কংগ্রেস কর্মীদের প্রস্তুতি নেবার পরামর্শ দেন।
সিপিআইএম এবং বিজেপি-র কঠোর সমালোচনা করে তিনি বলেন, বিজেপি বিভাজনের রাজনীতি করে। সিপিআইএম, বিজেপি-কে সহযোগিতা করছে। পুরুলিয়া জেলারপ্রভূত উন্নয়ণ তাঁর সরকারের সময়েই হয়েছে বলে উল্লেখ করে তিনি জানান অযোধ্যা পাহাড়ে পর্যটনের নতুন কেন্দ্র হয়েছে। জেলায় প্রস্তাবিত বিদ্যুত্ কেন্দ্র স্থাপিত হলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে।
পুরুলিয়া জেলার দায়িত্বপ্রাপ্ত তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের, মানুষের সঙ্গে নিবিড় সংযোগের তিনি পরামর্শ দেন। জঙ্গলমহলের শান্তি ও স্থাতাবস্থা তাঁর সরকারের আমলেই ফিরে এসেছে বলে মুখ্যমন্ত্রী দাবী করেছেন।