মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাত্রা অনিশ্চিত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই হবে দিল্লি অভিযান!
বাংলার জনরব ডেস্ক : স্পেন সফরে গিয়ে মুখ্যমন্ত্রীর পায়ে চোট লাগার কারণে আগামী দশ দিন বিশ্রামে থাকতে হবে। ফলে আগামী চৌঠা অক্টোবর পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে বাড়ির বাইরে বের হতে পারবেন না। এমনকি প্রশাসনিক সদর দফতর নবান্নেয় এই কদিন যাবেন না বলেই ঠিক হয়েছে বাড়ি থেকে বসেই প্রশাসনিক কাজকর্ম তিনি চালাবেন। এদিকে গত একুশে জুলাই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ১০০ দিনের কাজের বকেয়া আদায়ের দাবিতে দিল্লি অভিযানের ডাক দিয়েছিলেন। আগামী দোসরা অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনে দিল্লিতে এই বিক্ষোভ কর্মসূচি হবে।
প্রথম থেকেই ঠিক ছিল এই বিক্ষোভ কর্মসূচিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন কিন্তু পায়ের চোট লাগার কারণে বিশ্রামে থাকতে হচ্ছে মুখ্যমন্ত্রী কে ফলে আগামী দুসরা অক্টোবর দিল্লিতে মহাত্মা গান্ধীর সমাধিক্ষেত্র রাজঘাটে যে সমাবেশ হবে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না। এই সময় দলের নেতৃত্ব দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে জানা গেছে।
প্রসঙ্গত, ‘দিল্লি চলো’র ডাক প্রথমে দিয়েছিলেন অভিষেকই। বাংলায় ১০০ দিনের কাজের বকেয়া টাকা আদায়ের দাবিতে গত ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের মঞ্চ থেকে তিনি ঘোষণা করেছিলেন, গান্ধীজয়ন্তীতে ১০০ দিনের কাজের টাকা আটকে রাখা-সহ একাধিক কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে রাজধানীর রাজপথে সরব হবে তৃণমূল। দিল্লির রামলীলা ময়দানে অবস্থান-বিক্ষোভের পরিকল্পনাও ছিল। কিন্তু দিল্লি পুলিশ তার অনুমতি দেয়নি। এর পরই তৃণমূলের তরফে বিকল্প কর্মসূচি ঘোষণা করা হয়। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, গান্ধীজয়ন্তীতে মমতা, অভিষেক-সহ দলের সকল সাংসদ, বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি দিল্লির রাজঘাটে প্রার্থনায় বসবেন। কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিংহের সঙ্গে সাক্ষাতের অনুমতিও চেয়েছেন তাঁরা। বাংলায় যাঁরা ১০০ দিনের কাজ করেও অর্থ পাননি, তাঁদের লেখা ৫০ লক্ষ চিঠি কেন্দ্রীয় মন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে। পরের দিন ৩ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে একই দাবিতে ধর্না কর্মসূচি করবে তৃণমূল। সেই কর্মসূচির নেতৃত্বে মমতা থাকবেন, এমনই ঘোষণা করা হয়েছিল।
স্পেন এবং দুবাই সফর সেরে থেকে শনিবার কলকাতায় ফিরেছেন মমতা। স্পেনেই তাঁর বাঁ হাঁটিতে চোট লেগেছিল। রবিবার বিকেলে এসএসকেএম হাসপাতালে তার চিকিৎসা করাতে গিয়েছিলেন তিনি। হাসপাতাল সূত্রে বলা হয়েছে, মুখ্যমন্ত্রীর বাঁ পায়ের হাঁটুতে সপ্তাহখানেক আগে চোট লেগেছে। উডবার্ন ওয়ার্ডে মুখ্যমন্ত্রীর পায়ের চিকিৎসা হয়েছে। তাঁর পায়ের এমআরআই-ও করা হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, মমতা ১০ দিন বিশ্রামে থাকলে আগামী ৪ অক্টোবর, বুধবারের আগে তাঁর বাড়ি থেকে বেরনো সম্ভব নয়। সে ক্ষেত্রে দিল্লিতে তিনি যেতে পারবেন না।