কলকাতা 

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির বিবরণ আদালতে পেশ করে বিচারপতির ভর্ৎসনার শিকার কেন ইডি? জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কয়েকদিন আগেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইডি এবং সিবিআই এর তদন্ত নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন তিনি বলেছিলেন আদালতকে কাঁচকলা দেখাচ্ছে সিবিআই। আর আজ সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির বিবরণ দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

বন্ধ খামে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সম্পত্তির যে বিবরণ আদালতে জমা দেওয়া হয়েছিল তা আজ খোলা হয় এবং সেখানে কিছু কিছু বিষয় নিয়ে সন্দেহ প্রকাশ করেন বিচারপতি স্বয়ং। এরপর বিষয়টি সম্পূর্ণ বিবরণ দেওয়ার জন্য বিকেল সাড়ে চারটে নাগাদ এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকদের তলব করেন বিচারপতি।

Advertisement

আদালতে আধিকারিকদের সামনেই বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন তোলেন সাংসদের,(অভিষেক বন্দ্যোপাধ্যায়ের) মাত্র তিনটি বিমা ছাড়া কিছু নেই কী ভাবে? ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস নেই কেন? এই নিয়ে ইডিকে তীব্র ভর্ৎসনা হাই কোর্টের।

অভিষেকের কোনও ব্যাঙ্কের অ্যাকাউন্ট জানায়নি ইডি। বিচারপতির প্রশ্ন, ‘‘এটা কি হতে পারে? সাংসদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই?’’ তিনি আরও বলেন, ‘‘অভিষেকের বাড়ির ঠিকানা জানে না ইডি? ১৮৮এ হরিশ মুখার্জি রোডে কার নামে বাড়ি রয়েছে?’’

সিইও অভিষেক-সহ লিপ্‌স অ্যান্ড বাউন্ডস সংস্থার ডিরেক্টরদের সম্পত্তির বিবরণ নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি সিংহ। এই সংক্রান্ত বিষয়গুলি স্পষ্ট করার জন্য সোমবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআইয়ের আধিকারিকদের তিনি আদালতে হাজির থাকার নির্দেশ দিয়েছিলেন। বিচারপতি সিংহের নির্দেশে লিপ্‌স অ্যান্ড বাউন্ডস সংস্থার সিইও এবং অন্য ডিরেক্টরদের সম্পত্তির বিস্তারিত তথ্য আদালতে জমা দিয়েছিল ইডি। সেই সঙ্গে নিয়োগ মামলায় জড়িত এক অভিনেতার নাম এবং সম্পত্তির বিবরণও আদালতে জমা পড়েছিল।

অভিষেকের সংস্থার পাশাপাশি, এক টলিউড অভিনেতার সম্পত্তি নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন বিচারপতি সিংহ। তাঁর মন্তব্য, সম্পত্তির যে বিবরণ জমা পড়েছে, তা নিয়ে কিছু সন্দেহ রয়েছে। কিছু বিষয় স্পষ্ট করা প্রয়োজন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ