কলকাতা 

অটল-সোমনাথ-পঙ্কজের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ শেষ হচ্চে বিধানসভা অধিবেশন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি : দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী , লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায় ও রাজ্য বিধানসভার প্রাক্তন বিরোধী দলনেতা পঙ্কজ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে আজ বৃহস্পতিবার বিধানসভার চলতি অধিবেশন শেষ হচ্ছে। ৩ ঘণ্টার ওই বিশেষ কর্মসূচিতে রাজ্য বিধানসভার বিভিন্ন দলের সদস্যরা প্রয়াত নেতাদের প্রতি শ্রদ্ধা জানাবেন।
এদিকে এই শোক সভায় প্রয়াত নেতাদের তালিকায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সির নাম না থাকায় কংগ্রেস ক্ষোভ প্রকাশ করেছে। বিষয়টি নিয়ে তাঁরা অধ্যক্ষের কাছেও অভিযোগ জানান।যদিও পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই অভিযোগ খারিজ করে দিয়ে বলেন, প্রিয়রঞ্জন দাশমুন্সির প্রয়ানের পরেই সভায় বিশেষ শোক প্রস্তাব গ্রহন করা হয়েছে। সে কারনেই এই দফায় তাঁর নাম রাখা হয়নি।

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

18 − twelve =