জেলা 

ছোট ভাই গুলি চালালো বড় ভাইকে, মালদহের ঘটনায় চাঞ্চল

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : পারিবারিক অশান্তিতে এক ভাই আরেক ভাইকে গুলি করলো। আর এই গুলি চালানোর অভিযোগ উঠেছে নিজের দাদার বিরুদ্ধে ।ঘটনাটি ঘটেছে শুক্রবার মালদহের রতুয়ায়।

স্থানীয় সূত্রে খবর, গুলিবিদ্ধ প্রৌঢ়ের নাম শেখ মোস্তাক। ৪৫ বছরের ওই প্রৌঢ়কে তাঁর দাদা শেখ গেনা গুলি করেন বলে অভিযোগ। বিকেলে মালদহের রতুয়া থানার বাহারালের উত্তর সাহাপুর এলাকার এই ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

ঠিক কী কারণে গুলি চলেছে এবং অভিযুক্ত কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেয়েছেন, সে সব খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অন্য দিকে, গুলিবিদ্ধ ওই প্রৌঢ়কে নিয়ে যাওয়া হয়েছে মালদহ মেডিক্যাল কলেজে। তাঁর শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক বলে পরিবার সূত্রে খবর।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ