ছয় মাস পর জামিন পেলেন অনুব্রত মণ্ডলের হিসাব রক্ষক মণীশ কোঠারি
বাংলার জনরব ডেস্ক : শেষ পর্যন্ত গরুপাচার মামলায় জামিন পেলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) হিসাবরক্ষক মণীশ কোঠারি। শুক্রবার তাঁর জামিন মঞ্জুর করেছে দিল্লি হাই কোর্ট (Delhi HC)। ৬ মাসেরও বেশি সময় পর জামিন পেলেন মণীশ। হিসাবরক্ষকের জামিনের খবরে খুশি তৃণমূল নেতা।
গত বছরের আগস্ট মাসে বীরভূমের (Birbhum) তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে গরুপাচার মামলায় গ্রেফতার করে সিবিআই। আসানসোল সিবিআই (CBI) আদালতে প্রথমদিকে এই মামলা চলে।
পরে চলতি বছরের শুরুতে অনুব্রতর হিসাবরক্ষক (CA), বোলপুরের বাসিন্দা মণীশ কোঠারিকে তলব করা হয়, তৃণমূল নেতার সম্পত্তি সংক্রান্ত নথিপত্র দেখতে চেয়ে। তাঁকে দিল্লির সিবিআই দপ্তরে কয়েকঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়। গ্রেফতারির পর মণীশ কোঠারি কেঁদে ফেলেন। জানান, তাঁর কোনও দোষ নেই।