প্রচ্ছদ 

আর্থিকভাবে পিছিয়ে পড়া সম্প্রদায়ের সন্তানদের স্কুল ভর্তিতে আধার কার্ড বাধ্যতামূলক করা যাবে না, নির্দেশ দিল্লি হাইকোর্টের

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : আর্থিকভাবে পিছিয়ে পড়া সমাজের পড়ুয়াদের ইস্কুলে ভর্তির সময় আধার থাকা বাধ্যতামূলক নয় বলে জানিয়ে দিল দিল্লির হাইকোর্ট। এই মামলার রায় দিতে গিয়ে দিল্লি হাইকোর্ট বলেছে আধার কার্ড বাধ্যতামূলক করার যে সিদ্ধান্ত দিল্লির সরকার দিয়েছে তা ভারতের সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদের বিরোধী। সুতরাং শিশুদের মৌলিক অধিকারের স্বার্থেই আধার কার্ড কে বাধ্যতামূলক করা যাবে না। দিল্লি হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়কে মান্যতা দিয়ে দিল্লি সরকারের আবেদনকে খারিজ করে দিল দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ।

২০২২ সালের ১২ জুলাই ও ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি দিল্লি সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল অনুদানবিহীন স্বীকৃত স্কুলে ভরতির ক্ষেত্রে আধার থাকতেই হবে। এদিন সেই বিজ্ঞপ্তি নস্যাৎ হয়ে গেল হাই কোর্টের ঘোষণায়।

Advertisement

দিল্লি হাই কোর্টের প্রধান বিচারপতি সতীশচন্দ্র শর্মার নেতৃত্বে একটি বেঞ্চে ছিল এই সংক্রান্ত মামলার শুনানি। এদিন দিল্লি সরকারের আর্জি খারিজ করে দিয়েছে হাই কোর্টের বেঞ্চ। বিচারপতিরা জানিয়েছেন, ”শিশুদের ব্যক্তিগত তথ্য চাওয়াটা, সুপ্রিম কোর্টে কে এস পুট্টাস্বামী মামলার পর্যবেক্ষণ অনুযায়ী, সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তাদের গোপনীয়তার অধিকার লঙ্ঘন।”

সেই সঙ্গে উল্লেখ করা হয়েছে এপ্রসঙ্গে শীর্ষ আদালতের মন্তব্য। সুপ্রিম কোর্ট জোর দিয়ে বলেছে আধার জমা বাধ্যতামূলক করা সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারের সুরক্ষাকে লঙ্ঘন করবে। এবং তা সাংবিধানিক ভাবে ন্যায়সঙ্গত হতে পারে না। তাই সিঙ্গল বেঞ্চের রায় বহাল রেখে মামলাটি খারিজ করে দিল হাই কোর্ট।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ