জেলা 

স্পিকারের কনভয় দুর্ঘটনার কবলে, আহত পাইলট কারের চালক

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে একটি অনুষ্ঠানের যোগ দিয়ে ফেরার সময় রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কনভয় দুর্ঘটনার কবলে পড়ে বলে জানা গেছে।স্পিকারের কনভয়ে থাকা একটি পুলিশের পাইলট গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের গোচারণের কাছে ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে খবর, কুলতলিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ফিরছিলেন স্পিকার। তাঁর গাড়ির সামনে ছিল একাধিক পুলিশের গাড়ি। তার মধ্যেই একটি গাড়ি বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি দেওয়ালে ধাক্কা দেয়। তাতে চোট পান ওই গাড়ির চালক। তাঁকে তড়িঘড়ি পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবশ্য ছেড়ে দেওয়া হয় তাঁকে। স্পিকারের গাড়ির অবশ্য কোনও ক্ষতি হয়নি।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ