Nakhoda Masjid : নাখোদা মসজিদের নতুন পেশ ইমাম আফরোজ আলম
সেখ ইবাদুল ইসলাম: সপ্তাহখানেক আগে বাংলার জনরব নিউজ পোর্টাল দাবি করেছিল যে নাখোদা মসজিদের স্বঘোষিত ইমাম মোঃ শফিককে সরিয়ে দেওয়া হবে। আমরা সকলেই জানি নাখোদা মসজিদের মরহুম ইমাম মাওলানা সাব্বির সাহেবের ইন্তেকালের পর ওই মসজিদে দুজন নায়েবে ইমাম দায়িত্বে ছিলেন। একজন নায়েবে ইমাম হলেন মাওলানা মোঃ শফিক আর অন্যজন হলেন মাওলানা নুর আলম। এই দুইজন পালি করে মসজিদে নামাজ পড়াতেন। কিন্তু মওলানা মোহাম্মদ শফিক নিজেকে নাখোদা মসজিদের একমাত্র ইমাম বলে পরিচয় দিতেন।
এমনকি গত মাসে অনুষ্ঠিত নেতাজি ইনডোর স্টেডিয়ামে ইমাম সম্মেলনকে কেন্দ্র করে এই রাজ্যের মুসলমান সমাজের মধ্যে মোঃ শফিককে নিয়ে বিক্ষোভ দানা বাধে। শুধু তাই নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শাসক দলকে সামনে রেখে বাঙালি মুসলমান সমাজকে বিভ্রান্ত করেছেন বলেও তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে। আর তা নিয়ে সোশ্যাল মিডিয়া সরগম হয়ে ওঠে, এরপরেই দেখা যায় নাখোদা মসজিদের পরিচালন কমিটির পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে বলা হয় মাওলানা মোঃ শফিক কোন সময়ই নাখোদা মসজিদের ইমাম ছিলেন না, উনি নায়েবে ইমাম। নায়েবে ইমাম বলতে বোঝায় সহকারি ইমাম। কিন্তু উনি নিজেকে পশ্চিমবাংলার সবচেয়ে বড় মসজিদের ইমাম বলে দাবি করতেন এবং এই পরিচয়কে সামনে রেখেই তিনি মুখ্যমন্ত্রীর কাছাকাছি পৌঁছে ছিলেন।
শুধু তাই নয় মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ হওয়ার সুযোগকে কাজে লাগিয়ে তিনি বর্তমান রাজ্যপালেরও ঘনিষ্ঠ হয়েছেন বলে জানা গেছে। গত ১৫ই আগস্ট রাজভবনে অনুষ্ঠিত একটি সভায় এই ইমাম সাহেবকে দেখা গেছে বলে বেশ কয়েকজন আমলা মন্তব্য করেছিলেন। স্বাধীনতা দিবসের দিন রাজভবনে সাধারণত আইএ এস আইপিএসদের আমন্ত্রণ থাকে। সেখানে কিভাবে নাখোদা মসজিদের স্বঘোষিত ইমাম সুযোগ পেয়েছিলেন বা আমন্ত্রণ পেয়েছিলেন তা নিয়ে তখনই প্রশ্ন উঠেছিল। এ থেকে স্পষ্ট নাখোদা মসজিদকে নিজের স্বার্থে কাজে লাগিয়েছিলেন এই ইমাম সাহেব।
পরবর্তীকালে এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা হয়। সোশ্যাল মিডিয়ায় এতটাই সমালোচনা হয় যে শেষ পর্যন্ত নাখোদা মসজিদ পরিচালন কমিটিকে এ বিষয়ে বিবৃতি দিয়ে সাধারণ মানুষকে জানাতে হয় যে মোহাম্মদ শফিক নাখোদা মসজিদের ইমাম নন উনি একজন নায়েবে ইমাম। এবং রাজ্যের বাঙালি মুসলমান সমাজের কাছে নাখোদা মসজিদ কমিটি জানিয়ে দেন তারা খুব দ্রুত নতুন ইমাম নিয়োগ করবেন।
গতকাল মঙ্গলবার এক বিবৃতি জারি করে নাখোদা মসজিদ ট্রাস্ট কমিটি জানিয়েছেন নতুন ইমাম নিয়োগ করা হয়েছে। নাখোদা মসজিদের নতুন ইমাম হিসাবে আগামী একুশে সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করবেন আল্লামা আফরোজ আলম। তিনি একুশে সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে অর্থাৎ আগামীকাল থেকে এ দায়িত্ব নিতে চলেছেন। এখন দেখার বিষয় মাত্র ১ সপ্তাহ আগে পশ্চিমবাংলার এক বহুল প্রচলিত দৈনিক পত্রিকায় সাক্ষাৎকার দিতে গিয়ে মাওলানা মোঃ শফিক জানিয়েছিলেন তিনি একমাত্র নাখোদা মসজিদের ইমাম।
এই প্রেক্ষাপটে ট্রাস্টি অফ নাখোদা মসজিদ কমিটি যেভাবে নতুন পেশ ইমামের নাম ঘোষণা করেছেন তাকে মোঃ শফিক মেনে নেন কিনা সেটাই এখন দেখার বিষয়। মাত্র কয়েক বছর আগে টিপু সুলতান মসজিদের ইমাম নুরুর রহমান বরকত সাহেবকে যেভাবে সরানো হয়েছিল ঠিক একই কায়দায় এবার সরানো হলো নাখোদা মসজিদের নায়েবে ইমাম মোঃ শফিককে। ট্রাস্টি অফ নাখোদা মসজিদ কমিটির এই সিদ্ধান্ত যদি আগামী কাল একুশে সেপ্টেম্বর কার্যকরী হয় তাহলে এতদিন ধরে নিজেকে দাবী করা ইমাম মোহাম্মদ শফিক কি প্রতিক্রিয়া দেন সেটাই এখন দেখার?