জেলা 

নবগঠিত কংগ্রেস জোটের বাইনান গ্রাম পঞ্চায়েতের দুয়ারে সরকার ঘিরে সাধারণ মানুষের উদ্দীপনা তুঙ্গে

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি: সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে হাওড়া জেলার বাগনান থানার বাইনান গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের কাছ থেকে কেড়ে নেয় কংগ্রেস জোট। এই জোটে আছে কংগ্রেস ছাড়াও সিপিএম এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। সাধারণ মানুষের মধ্যে এই পঞ্চায়েতকে ঘিরে উৎসাহ উদ্দীপনা চোখে পড়ল আজ শুক্রবার দুয়ারে সরকার প্রকল্পকে ঘিরে।

জাতীয় কংগ্রেস নেতৃত্বাধীন জোট পরিচালিত বাইনান গ্রাম পঞ্চায়েত দ্বারা বাইনান বামনদাস হাইস্কুলে “দুয়ারে সরকার ” অনুষ্ঠিত হয় ।জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। উপস্থিত ছিলেন হাওড়া জেলা কংগ্রেসে কমিটির সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান, বাগনান এক নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা মমতাজ আহমেদ ও সদস্য মইদুল ইসলাম ,বাইনান গ্রাম পঞ্চায়েতের প্রধান অজয় মুখার্জি ও সদস্য নজরুল ইসলাম, শবনম পারভীন সহ অন্যান্য সদস্য |

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ