নরেন্দ্রপুরে মৃত সাহিদ মন্ডলের বাবার সঙ্গে দেখা করলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী, পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট, খুনের কিনারা করতে সিবিআই তদন্ত চান সাহিদের বাবা শাহজাহান মন্ডল!
বিশেষ প্রতিনিধি : গত ১৪ই আগস্ট দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুরে নিজের বাড়ির সামনে গুলিবিদ্ধ হয়ে খুন হন সাহিদ মন্ডল নামে এক যুবক। এই ঘটনার একমাস অতিবাহিত হওয়ার পরেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এরপরেই দীর্ঘদিন ধরে বিচার না পেয়ে ক্ষোভে ফুসছে শাহিদের বাবা শাজাহান মন্ডল সহ তাদের গোটা পরিবার।
এই প্রেক্ষাপটে সম্প্রতি মৃত সাহিদের বাবা শাহজাহান মন্ডল এর সঙ্গে দেখা করেন রাজ্যের একমাত্র ধর্মনিরপেক্ষ দলের বিরোধী মুখ পীরজাদা নওশাদ সিদ্দিকী। তিনি পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তাদের সন্তানের মৃত্যুর জন্য যারা দায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নওশাদ সাহেব সরব হন। এরপর তিনি বলেন রাজ্য পুলিশের উপর আমার যেমন আস্থা নেই একই রকম ভাবে মৃতের পরিবারেরও আস্থা নেই। এই পরিস্থিতিতে এই খুনের কিনারা করার জন্য সিবিআই এর যাতে দায়িত্ব দেয়া হয় তার জন্য তারা হাইকোর্টের শরণাপন্ন হবেন।
এ বিষয়ে নওশাদ সিদ্দিকী আইনজীবীদের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নওশাদ সিদ্দিকী শাহিদ মন্ডলের বাবা শাজাহান মন্ডলকে আশ্বস্ত করেছেন যে তার সন্তানের মৃত্যুর জন্য যারা দায়ী তারা যাতে শাস্তি পায় তার জন্য আইনি লড়াই তিনি চালাবেন। নওশাদ সিদ্দিকী আরো বলেন এই রাজ্যে আইন শাসন আইনের শাসন তলানিতে গিয়ে ঠেকেছে, সাধারণ মানুষের কোন নিরাপত্তা নেই। এই পরিস্থিতিতে ইনসাফ পেতে গেলে একমাত্র ভরসা আদালত।