“চেয়ার কারোর সারাজীবন থাকে না। আজ তোমার আছে, কাল থাকবে না। যখন চেয়ার চলে যাবে তখন কী হবে?” : ফিরহাদ হাকিম
বাংলার জনরব ডেস্ক : মোদি সরকার নির্বাচন কমিশনকে সংস্কারের নামে মুখ্য নির্বাচন কমিশন ও অন্য কমিশনার নিয়োগ সংক্রান্ত বিল নিয়ে তীব্র বিরোধিতায় নামছে ইন্ডিয়া জোট। সূত্রের খবর, এই বিলের ইস্যুতে ইন্ডিয়া জোটের শরিকগুলি এককাট্টা থাকবে। আজ বৃহস্পতিবার এই প্রসঙ্গে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী এবং কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।
এদিন ফিরহাদ হাকিম মোদি সরকারকে কটাক্ষ করে বলেন, “একনায়কতন্ত্রের নেশা খুব খারাপ। আমি গণতান্ত্রিক প্রক্রিয়ায় এসেছি। আমি রাজা হতে চাইছি। এটা নিজেরও গণতন্ত্রের পক্ষে খারাপ। চেয়ার কারোর সারাজীবন থাকে না। আজ তোমার আছে, কাল থাকবে না। যখন চেয়ার চলে যাবে তখন কী হবে?”
তিনি আরও বলেন, “যদি নির্বাচন কমিশন হিসাবে এই সিদ্ধান্ত হয়, তাহলে মানুষের আস্থাই থাকবে না নির্বাচন নিয়ে। মানুষকে দেখাতে হবে কমিশন নিরপেক্ষ। উনি যে কাজ করছেন, তা ইতিহাসে কালো হয়ে থাকবে। কমিশন মানুষের ভরসা। তাই কমিটিতে থাকা জরুরি। বিজেপি খুশি হলে হোক। কিন্তু তৃণমূল কংগ্রেস এক আছে, আর এক হয়েই ইন্ডিয়াতে থাকবে। বিজেপিকে সরাবে।”
পাশাপাশি নারদ প্রসঙ্গে তিনি বলেন, “আমাকে টাকা নিতে দেখা যায়নি। বিজেপি কৌশলে হ্যারাস করেছে। আমারটা আদালতে চার্জশিট হয়ে আছে। আদালত এটার বিচার করবে। কিন্তু এটা অন্যায়।”