কলকাতা 

সাত দিনের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির হিসাব পেশ করতে ইডিকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : আগামী সাত দিনের মধ্যে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির হিসাব কলকাতা হাইকোর্টে কেন্দ্রীয় এজেন্সী এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে পেশ করার নির্দেশ দিল আদালত।

বৃহস্পতিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-কে বিচারপতি অমৃতা সিংহের নির্দেশ, লিপ‌্স অ্যান্ড বাউন্ডস সংস্থার সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ জানাতে হবে। সংস্থার সম্পত্তির খতিয়ানও ইডির কাছে চেয়েছে হাই কোর্ট। ২১ সেপ্টেম্বরের মধ্যে দিতে হবে রিপোর্ট।

Advertisement

পাশাপাশি বিচারপতি সিংহ জানান, নিয়োগ দুর্নীতির অভিযোগের তদন্তে যে সকল টলিউডের অভিনেতা এবং অভিনেত্রীর নাম উঠে এসেছে, তা নিয়ে ইডিকে রিপোর্ট দিতে হবে। জানাতে হবে ওই সব অভিনেতার নাম এবং তাঁদের সম্পত্তির বিবরণ।

বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে ইডির কাছে লিপ‌্স অ্যান্ড বাউন্ডস সংস্থার পাঁচটি বিষয় জানতে চায় হাই কোর্ট। সংস্থার সিইও অভিষেকের সম্পত্তির খতিয়ান চান বিচারপতি সিংহ। পাশাপাশি, সংস্থার সকল ডিরেক্টরের সম্পত্তির পরিমাণও ইডিকে জানাতে বলেন বিচারপতি।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ