আন্তর্জাতিক 

কানাডায় বেপরোয়া গাড়ি পিসে মারল ১০ জনকে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

স্থানীয় একটি সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, কানাডার টরন্টোয় হঠাৎ একটি গাড়ি ফুটপাথের উপর উঠে পড়ে। কেউ কিছু বুঝে উঠার আগেই বেপরোয়া ওই গাড়িটি একের পর এক পথচারীকে পিষে মারার চেষ্টা করে। প্রাণ বাঁচাতে শুরু হয় ছুটোছুটি। যদিও তার আগেই পিষ্ট হয়ে মারা গিয়েছেন ১০ পথচারী। গুরুতর জখম হয়েছেন আরও ২০ জন। তাঁদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভরতি করা হয়েছে।
দুর্ঘটনার পরেই পুরো এলাকাটিকে পুলিশ দিয়ে ঘিরে ফেলা হয়। গ্রেফতার করা হয় ঘাতক গাড়ির চালককে। কানাডা পুলিশ জানিয়েছে ধৃত যুবকের নাম আলেক মিনাসিয়ান। বয়স ২৫ বছর। পুলিশের দবি গ্রেফতার করার সময় অভিযুক্ত যুবক আত্মহত্যা করার চেষ্টা করে। তবে কেন ওই যুবক ভিড়ে ঠাসা ফুটপাতে উঠে পথচারীদের পিষে মারল এখনও তা জানা সম্ভব হয়নি৷ ধৃতকে জেরা করে কারণ জানা চেষ্টা করছে পুলিশ৷ তবে প্রাথমিকভাবে পুলিশের অনুমান ওই যুবকের সঙ্গে জঙ্গী যোগ রয়েছে।

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

eighteen − two =