প্রয়াত বিশিষ্ট সমাজসেবী মোঃ কামরুদ্দীন সাহেব
বিশেষ প্রতিনিধি: সমাজের প্রকৃত কল্যাণকামী একজন মানুষ ছিলেন তিনি, যা বলতেন তা নিজের জীবনে মানতেন, এমন একজন আজ আমাদের থেকে ছেড়ে চলে গেলেন পরপারের ডাকে। বিশিষ্ট সমাজ দরদী এবং প্রখ্যাত ইঞ্জিনিয়ার মোঃ কামরুদ্দীন আজ সকালে হুগলির নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তা সত্ত্বেও তিনি কখনো সামাজিক ঐক্যবদ্ধ প্রয়াসে পিছপা হতেন না। অত্যন্ত আল্লাহওয়ালা মানুষ ছিলেন তিনি, কিন্তু বাহ্যিকভাবে তা তিনি কখনো প্রকাশ করতেন না, বলতেন না কাউকে। দীর্ঘদিন তাঁকে দেখা গিয়েছে হোসনাবাদে বাসভবনের নিকট তাঁদের মসজিদে তিনি নিজের হাতে মসজিদ পরিষ্কার করছেন।
মসজিদকে ভালোবাসতেন তিনি নিজের ঘরের থেকে কোন অংশে কম করে নয়। এলাকার শিক্ষা প্রসারে তার সার্বক্ষণিক চিন্তা ছিল। আয়মা প্রাইমারি স্কুলকে তিনি নিজের জমি দান করেছিলেন এবং স্কুলের নানা কাজে তিনি অর্থ যুগিয়েছেন। পড়াশোনায় অত্যন্ত কৃতী ছাত্র ছিলেন তিনি। পেশায় ছিলেন তিনি সরকারি পি ডব্লিউ ডি ইঞ্জিনিয়ার। রাস্তাঘাট নির্মাণে এলাকার জনগণের মানুষের সঙ্গে কাজ করেছেন তিনি। বহু মানুষের ঘরবাড়ি করার ক্ষেত্রে নিঃস্বার্থে সহযোগিতা করেছেন। নিঃশব্দে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাওয়াতেই ছিল তাঁর আনন্দ। আজ তাঁর জানাযায় বিভিন্ন এলাকার মানুষজনেরা তাই অত্যন্ত শোকার্ত, খোদার কাছে হাত তুলেছেন তাঁর রুহের মাগফেরাতের জন্য।