ইডির আধিকারিকদের সব প্রশ্নের উত্তর আমি দিয়েছি : নুসরাত জাহান
বাংলার জনরব ডেস্ক : নোটিশ দিয়েছিল ইডি। ফ্ল্যাট প্রতারণা মামলায় বসিরহাটের সাংসদ অভিনেত্রী নুসরাত জাহানকে তলব করেছিল ইডি। কেন্দ্রীয় এজেন্সির তলব পেয়ে নির্দিষ্ট দিন অর্থাৎ মঙ্গলবার বারই সেপ্টেম্বর নির্দিষ্ট সময়ের আগে অর্থাৎ পৌনে এগারোটা নাগাদ অভিনেত্রী সাংসদ সিজিও কমপ্লেক্সের ইডির দফতরে যান। প্রায় ছয় ঘন্টা বেরিয়ে যাওয়ার পর পাঁচটা বেজে ১৫ মিনিটে তিনি সিজিও কমপ্লেক্স থেকে বের হন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে একটি কথাই বলেছেন ইডির আধিকারিকদের সব প্রশ্নের উত্তর আমি দিয়েছি।
উল্লেখ্য,মাসখানেক আগে বিজেপি (BJP) নেতা শঙ্কুদেব পণ্ডা কয়েকজনকে নিয়ে এক সন্ধেবেলা ইডি দফতরে গিয়েছিলেন। অভিযোগ, তৃণমূলের তারকা সাংসদ ((TMC MP) নুসরত জাহান সেভেন্থ সেন্স ইনফ্রাস্টাচারের ডিরেক্টর পদে থাকাকালীন ফ্ল্যাট দেওয়ার নাম করে প্রায় ২০ কোটি টাকার প্রতারণা করেছেন। এখন সেই টাকা ফেরত চান তাঁরা। ইডি যেন বিষয়টির তদন্তে নামে। নুসরত এরপর প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে জানান, তিনি এই দুর্নীতির সঙ্গে জড়িত নন। চাইলে নথি দিয়ে প্রমাণ করে দেবেন।
গত সপ্তাহে আচমকা ইডি নুসরতকে নোটিস পাঠিয়ে তলব করে। ইডির তরফে জানানো হয়, ফ্ল্যাট দুর্নীতি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।