কলকাতা 

পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে শুক্রবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ভাদ্রের অস্বস্তিকর গরমের মাঝে দুপুরের পরে ঝেপে নামল বৃষ্টি। কলকাতা এবং সংলগ্ন এলাকায় প্রচন্ড জোরে বৃষ্টি হয় আর এর প্রভাবে বিভিন্ন জায়গায় জল জমে যায়। ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কোনও কোনও জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর-পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে। এর জেরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে।

Advertisement

দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামের দু’একটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। কলকাতা-সহ বাকি জেলার দু’একটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ