দেশ 

ইভিএমে কারচুপি হয় না বা ‘হ্যাক’ করা যায় না সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানালো জাতীয় নির্বাচন কমিশন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: ইভিএমে কারচুপি হয় না বা ‘হ্যাক’ করা যায় না। এক মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে এক হলফনামায় এমনটাই জানালো ভারতের নির্বাচন কমিশন (Election Commission of India)।  সাড়ে চারশো পৃষ্ঠার ওই হলফনামায় কমিশন জানিয়েছে যে, ইভিএম সম্পূর্ণরূপে একক একটি মেশিন। ওই মেশিনে এককালীন প্রোগ্রামেবল চিপ রয়েছে।

হলফনামায় বলা হয়েছে, প্রযুক্তিগত সুরক্ষা ব্যবস্থায় মেশিনগুলিকে ‘ট্যাম্পার’ বা ‘ম্যানিপুলেট’ করা যাবে না। একই সঙ্গে ভিভিপ্যাট-এর নকশা নতুন করে করা যাবে না বলেও জানিয়েছে কমিশন। যে কোনও নির্বাচন প্রক্রিয়া শুরু হতেই ইলেকট্রনিক ভোটিং মেশিন নিয়ে প্রতিবারই প্রশ্ন ওঠে। এর আগেও ২১টি বিরোধী দল সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছিল। তখন নির্বাচন কমিশনের জবাব চেয়ে পাঠায় শীর্ষ আদালত। বিরোধীরা যে অভিযোগ তুলেছে সে ব্যাপারে কমিশনকে নিজের বক্তব্য জানাতেও বলা হয়।

Advertisement

বিরোধী দলের মূল অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ইভিএমের স্বচ্ছতা সম্পর্কে প্রশ্ন তোলা হয় তাদের তরফে। কেউ কেউ মনে করেন, ইভিএমে জনমতের প্রতিফলন সঠিক হয় না। তাতে কারচুপি করার সুযোগ থাকে। এর পাশাপাশি ইভিএমের অন্তত ৫০ শতাংশ মেশিনের ভিভিপ্যাট গোনার দাবি উঠেছিল। সে কথাও তুলে ধরে বিরোধী দলগুলি। এই বছরের গুরুত্বপূর্ণ একাধিক বিধানসভা নির্বাচন এবং আগামী বছর লোকসভা নির্বাচনের আগে হলফনামা পেশ করে সুপ্রিম কোর্টে এই আশ্বাস দিল জাতীয় নির্বাচন কমিশন।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ