কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

শিক্ষক দিবসের শ্রদ্ধা / ✍️আরেফা গোলদার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

শিক্ষক দিবসের শ্রদ্ধা

✍️আরেফা গোলদার

হাতটা ধরে শিখিয়েছিলেন কলম ধরার নেশা

চলতি পথে চিনতে সঠিক সাদা কালোর দিশা।

সে শুরুটা হয়নি শেষ চলছি প্রতিক্ষণে

নিত্যদিনই শ্রদ্ধা জানাই ‘ গুরু ‘

সম্ভাষণে।

জ্বালিয়ে আলো হাজার বাতি বুকের মধ্যিখানে

পথ করেছি ঝলমল তাঁরই তো আহ্বানে।

পাথুরে আর নড়বড়ে যা চড়াই উৎরাই

বজ্র কঠিন তীব্র শাসন ,সেতো আমার ভোরাই।

মাটি আর জলের টানে শিকড় যেমন অবুঝ

রোজ ভাঙনেও উঠে দাঁড়াই। ফলাই চারা সবুজ।

যেটুক আমার শক্তি,সাহস, মুক্তি অনাবিল

মন্দ ভালোর যুক্তি পেল ,মনের বদ্ধ ঝিল।

মনের দোসর কলম আজ ,পরশ পাথর হয়ে

ঋণী আমি আজীবন তাঁরই চরণ ছুঁয়ে।

✍️আরেফা গোলদার

(লেখাটা আমার আব্বুর প্রতি ।জীবনের যেটুকু নৈতিক শিক্ষা তাঁর থেকেই পাওয়া)


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ