জামাআতে ইসলামী হিন্দের উত্তর ২৪ পরগনা জেলার কর্মীদের নিয়ে ওরিয়েন্টেশন ক্যাম্প অনুষ্ঠিত হল আল-মানার মিশনে
হাড়োয়া, ৩০শে আগষ্ট, ২০২৩: উত্তর ২৪ পরগনা জেলার হাড়োয়ার গোয়ালপোতা আল-মানার মিশনে অনুষ্ঠিত হল সাধারণ কর্মী এবং ইউনিট দায়িত্বশীলদের নিয়ে। মূলতঃ জামাআতে ইসলামী হিন্দ চার বছর সময়ে কিভাবে মানুষের নৈতিক চরিত্র উন্নয়ণ, ধর্মীয় চেতনা বোধ জাগ্রত, মানবীয় ঐক্য গঠন, একটা উন্নত সমাজ এবং সুসংগঠিত দেশ গঠনে ভূমিকা রাখতে পারে তার বিশেষ প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করে উত্তর ২৪ পরগনা জেলা জামাআত। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাআতে ইসলামী হিন্দের কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য মাওলানা আব্দুর রফিক সাহেব। তিনি জামাআত কর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
জামাআতের রাজ্য সভাপতি ডা. মশিহুর রহমান তার বক্তব্যে বলেন, “ভেঙে পড়া সমাজকে পুনর্গঠনের কাজ করতে হবে জামাআতের কর্মীদের।” তিনি আরও বলেন, “জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নিপীড়িত অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।” জামাআতের প্রাক্তন আমীরে হালকা নুরুদ্দীন শাহ সাহেব তার বক্তব্য মধ্যে বলেন, “সমাজের মেধা সম্পন্ন লোকদের বাছাই করে ইসলামের ইনফরমেশন পৌঁছানো কাজ করতে হবে।” আল-মানার মিশনের
এছাড়া আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলার জেলা সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, সহ সভাপতি মাওলানা আব্দুল আজীজ মোল্যা সহ জেলার বিভিন্ন বিভাগীয় দায়িত্বশীল।