জম্মু ও কাশ্মীর কবে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরে পাবে? নির্দিষ্ট সময় সীমা কেন্দ্রকে জানাতে বললেন প্রধান বিচারপতি ডি-ওয়াই চন্দ্রচূড়
বাংলার জনরব ডেস্ক : ২০১৯ এর ৫ ই আগস্ট সংসদে রীতিমত ঘোষণা করে জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেয়া হয় এবং জম্মু ও কাশ্মীর এবং লাদাখ দুটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয় অর্থাৎ জম্মু-কাশ্মীরের রাজ্যের অস্তিত্বকে তুলে দিয়ে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয় আর তা নিয়ে বহুদিন আগেই সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি সংগঠনের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছিল। বিশেষ করে ৩৭০ ধারা বাতিলের বিষয়টি নিয়ে এই মামলায় জোর দেওয়া হয়েছিল পরবর্তীকালে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে একটি সাংবিধানিক বেঞ্চ গঠন করা হয়। সেই সাংবিধানিক বেঞ্চে আজ মঙ্গলবার ছিল এই মামলার শুনানি। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ে নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ মঙ্গলবার কেন্দ্রের কাছে স্পষ্ট করে জানতে চাইলো জম্মু ও কাশ্মীরিকে কবে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেয়া হবে। এক কথায় বলা যেতে পারে আজ সুপ্রিম কোর্ট নির্দিষ্ট সময়সীমা জানাতে বলেছে কবে জন্ম ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা দেওয়া হবে তা নিয়ে।
প্রধান বিচারপতি চন্দ্রচূড় ছাড়াও সাংবিধানিক বেঞ্চে রয়েছেন বিচারপতি সঞ্জয় কিসান কউল, বিচারপতি সঞ্জীব খন্না, বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি সূর্য কান্ত। শুনানিপর্বে কেন্দ্রের আইনজীবী, সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছিলেন জম্মু ও কাশ্মীরকে বিভাজিত করে ‘কেন্দ্রশাসিত অঞ্চলে’ পরিণত করা ‘অস্থায়ী ব্যবস্থা’। মঙ্গলবার শুনানিপর্বে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ প্রশ্ন তোলে, ‘অস্থায়ী ব্যবস্থা’র কবে স্থায়ী সমাধান হবে? পাশাপাশি, বেঞ্চের মন্তব্য, ‘‘কবে জম্মু ও কাশ্মীর আবার রাজ্যের মর্যাদা ফিরে পাবে, সে বিষয়ে সময়সীমা জানাক কেন্দ্র।’’