কলকাতা 

দুই শতাংশ সুদে কৃষকদের ঋণ দিতে চলেছে রাজ্য বিধানসভা জানালেন কৃষিমন্ত্রী আশিস ব্যানার্জি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

নিজস্ব প্রতিনিধি :  সরকার কৃষকদের ঋণের ওপর সুদে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী অর্থ বছর থেকে কৃষি ঋণের উপরে দুই শতাংশ হারে ছাড় দেওয়া হবে বলে সমবায় দপ্তর সূত্র জানা  গিয়েছে। পাশাপাশি রাজ্য সরকার চলতি বছরের তুলনায় আগামী বছর কৃষকদের আরও প্রায় দুই হাজার আটশো কোটি টাকা বেশি ঋন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। চলতি বছরে এই ঋনের পরিমান ছিল পাঁচ হাজার দুশো কোটি টাকা।

উল্লেখ্য, এতদিন কৃষিঋণের উপরে কৃষকদের সাত শতাংশ হারে সুদ দিতে হত। নির্দিষ্ট সময়ের মধ্যে ঋন শোধ করে দিলে  সরকার তিন শতাংশ সুদের টাকা তাদের ফিরিয়ে দিত। আগামী বছর থেকে এই হার তিন শতাংশের পরিবর্তে পাঁচ শতাংশ করা হচ্ছে বলে জানা গিয়েছে। ফলে ঋণের উপরে কৃষকদের চার শতাংশের পরিবর্তে দুই শতাংশ হারে সুদ দিতে হয়।

Advertisement

ব্যাপক নগরায়নের ফলে রাজ্যে কৃষি জমির পরিমাণ কমেনি, বরং খাদ্য উৎপাদনের পরিমাণ বেড়েছে ব’লে কৃষিমন্ত্রী আশিস ব্যানার্জি দাবী করেছেন। বিধানসভায় গতকাল কংগ্রেস সদস্য অসিত মিত্রর এক প্রশ্নের জবাবে তিনি এ’কথা জানান।

তিনি বলেন, ২০১১-১২ অর্থ বছরে খাদ্য উৎপাদন হয়েছিল এক কোটি ৪৮ লক্ষ ১১ হাজার টন। ১৬-১৭ বছরে তা বেড়ে দাঁড়ায় এক কোটি ৭৫ লক্ষ ৫২ হাজার ৭৫৪ টন। কৃষিমন্ত্রী আরও বলেন, কৃষি বিকাশ যোজনা প্রকল্পের মাধ্যমে জৈব সার বাড়ার ফলে খাদ্য উৎপাদন বাড়ছে ব’লে কৃষিমন্ত্রী জানান।

রাজ্য সরকার চলতি খরিফ মরশুমে সরাসরি ধান কিনছে। কুইন্ট্যাল প্রতি এক হাজার ৭৫০ টাকা দরে গত পয়লা নভেম্বর থেকে এই ধান কেনা শুরু হয়েছে। ধান্য ক্রয় কেন্দ্রে সরাসরি ধান বিক্রি করা হলে কৃষকদের কুইন্ট্যাল পিছু বাড়তি ২০ টাকা ক’রে উৎসাহ মূল্য দেওয়া হচ্ছে। আলিপুরে গতকাল দক্ষিণ ২৪ পরগণা জেলার পাঁচটি মহকুমার জন্য খাদ্য সাথী প্রকল্পের পাঁচটি ট্যাবলোর যাত্রা সূচনা করেন জেলাশাসক ওয়াই রত্নাকর রাও। তিনি বলেন, কৃষকদের মধ্যে আরও সচেতনতা বাড়াতে এই ট্যাবলোগুলি  জেলার বিভিন্ন স্থানে ঘুরবে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

3 × three =